চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টে ভারত বাংলাদেশকে ২৮০ রানে পরাজিত করল। চতুর্থ দিনে লাঞ্চ ব্রেকের আগেই বাংলাদেশের সব উইকেট তুলে নিল ভারতের বোলাররা। জয়ের জন্য ৫১৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২৩৪ রানে অলআউট হয়ে যায়।
https://twitter.com/i/status/1837731435374850313
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে আলোচনা ছিল একটাই—হারের ব্যবধান কতটা কমাতে পারবে বাংলাদেশ। চতুর্থ দিন সকালের প্রথম ঘণ্টায় সাকিব আল হাসান আর নাজমুল হোসেনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, কিছুটা হলেও লড়াই করবে বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য ২৮০ রানের বড় ব্যবধানেই হারতে হয়েছে নাজমুল হোসেনদের।
প্রথম ঘণ্টায় উইকেট না হারানো বাংলাদেশ জল পানের বিরতির পর এসে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে আর টিকে থাকতে পারেনি। দেখতে দেখতে ৪ উইকেটে ১৯৪ থেকে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন নাজমুল। এই রান তিনি করেছেন ১২৭ বলে। মেরেছেন ৮টি চার ও ৩টি ছয়।
ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। জাদেজা নিয়েছেন ৩ উইকেট, বুমরা একটি।
৫১৫ রানের বিশাল টার্গেটে চেন্নাই টেস্টের চতুর্থ দিন আজ রবিবার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ঘণ্টা বেশ ভালোই ব্যাটিং করেছেন সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত। দিনের প্রথম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। তার বল সোজা ব্যাটে ঠেকাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান (২৫)। এর আগে তিনি রবীন্দ্র জাদেজাকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে রিশাভ পান্তর ভুলে স্টাম্পিং থেকে বেঁচে গিয়েছিলেন। সাকিব আউট হওয়ার পরই রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস (১)।
এরপর আবারও মঞ্চে রবিচন্দ্রন অশ্বিন। তার বলে ৮ রান করে জাদেজার তালুবন্দি হন মেহেদি মিরাজ। এটা তার টেস্ট কেরিয়ারের ৩৭তম পাঁচ উইকেট শিকার। পরের ওভারে ১২৭ বলে ৮ চার ৩ ছক্কায় ৮২ রান করা শান্তকে বুমরাহর তালুবন্দি করেন জাদেজা। ফিরতি ওভারে এসে ফের শিকার ধরেন অশ্বিন। তার ৬ষ্ঠ শিকার তাসকিন আহমেদ (৫)। ২৩ রানের মধ্যে নেই ৪ উইকেট। শেষে হাসান মাহমুদকে (৭) বোল্ড করে বাংলাদেশের ইনিংসে ইতি টানেন জাদেজা। ৬২.১ ওভারে ২৩৪ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ভারত জিতে যায় ২৮০ রানের বিশাল ব্যবধানে। অশ্বিন ৮৮ রানে ৬টি আর জাদেজা ৫৮ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি নিয়েছেন বুমরা।