৩৮ বছর বয়সেও নিজের সেরাটা দিয়ে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই টেস্টে একদিকে ব্যাট হাতে সেঞ্চুরি ও অপরদিকে হাত ঘুরিয়ে ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কদিন পর ৩৬ বছর বয়সে পা রাখতে বিরাট কোহলি। রোহিত শর্মার বয়স ৩৭ বছর। রোহিত-বিরাটদের বয়সে পৌঁছে বিভিন্ন দেশের অনেক ক্রিকেটারই ভালোমতোই খেলা চালিয়ে যাচ্ছেন।
অশ্বিন-কোহলিরা টেস্ট খেলবেন আর কতদিন? ক্রিকেটারদের অবসরই বা নেওয়া উচিত কখন? এ নিয়ে ‘মাইখেল’-এ নিজের মত জানিয়েছেন ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।
কপিলের (Kapil Dev) মতে ক্রিকেটারদের সেরা সময়টা থাকে ২৬ থেকে ৩৪ বছরের মধ্যে। তিনি নিজেও অবসর নিয়েছেন ৩৫ বছরে। তাই বলে সবাইকে ৩৫-এই থামতে হবে এটাও মনে করেন না কপিল, ‘আমার মতে সেরা সময়টা হচ্ছে ২৬ থেকে ৩৪ বছরের মধ্যে। এরপর ফিটনেসের উপর নির্ভর করে কেরিয়ার দীর্ঘায়িত হবে কতদিন।’
কপিল (Kapil Dev) মনে করেন যতদিন ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ধরে রাখতে পারবেন ততদিনই খেলা উচিত তাদের, ‘রবি শাস্ত্রী অনেক আগেই অবসর নিয়েছে। আবার শচীন তেন্ডুলকার খেলেছে দীর্ঘদিন। আমার ভাবনাটা হলো ফিট থাকো আর যতদিন খেলাটা উপভোগ করবে ততদিন খেলে যাও।’
১৩১ টেস্টে কপিল দেবের রান ৫২৪৮ ও উইকেট ৪৩৪টি। ২২৫ ওয়ানডেতে ৩৭৮৩ রানের পাশাপাশি নিয়েছেন ২৫৩ উইকেট।