নিজস্ব প্রতিনিধি,সল্টলেকঃ রাজ্যসভার চিকিৎসক শান্তনু সেনের উদ্যোগে ৬০ থেকে ৭০ জনের ব়্যাপিড টেস্ট করা শুরু হল দমদম অমৃত বাজারে এবং বিকেপাল বাজারে।
এই বিষয়ে সাংসদ বলেন, ‘‘আমাদের বাংলায় মুখ্যমন্ত্রী কেন্দ্রের অসহযোগিতাকে সঙ্গে নিয়ে নিজের উদ্যোগে জিরো থেকে শুরু করেছিলেন। দুটো মাত্র টেস্টিং সেন্টার দিয়ে শুরু হয়েছিল এবং গড়ে প্রত্যেক দিন কয়েকশো টেস্ট হত।’’
তাঁর কথায়, ‘‘আর আজকে দেখুন প্রায় কুড়ি হাজার টেস্ট হচ্ছে। উনি বলেছেন ১৫ অগাস্টের মধ্যে ২৫ হাজার টেস্ট হবে৷ কিন্তু আমার তো মনে হচ্ছে ১৫ অগাস্টের আগেই পৌঁছে যাবে ২৫ হাজারে। আসলে বাজারে এই টেস্টগুলো করার কারণ হচ্ছে সুপারস্প্রেডারদের সনাক্ত করা।’’
‘‘সুপারস্প্রেডার বলতে বোঝায় যাঁরা বাজারে সবজি বিক্রি করেন, যেখান থেকে প্রচুর মানুষ জিনিস কেনেন৷ অটো স্ট্যান্ড, যেখান থেকে একটা অটোতে অনেক মানুষ সওয়ারিকে নিয়ে ট্র্যাভেল করেন৷ ট্যাক্সি স্ট্যান্ড যেখানে একজন ট্যাক্সি ড্রাইভার অনেক মানুষকে নিয়ে ট্র্যাভেল করেন৷ সেইসব সুপারস্প্রেডারদের আগে শনাক্ত করতে হবে।’’ দাবি চিকিৎসকের৷
শান্তনু সেনের কথায়, ‘‘একজন বিক্রেতার যদি কোনো উপসর্গ না থাকে অথচ সে যদি করোনা পজিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু নিজের অজান্তেই অনেক ক্রেতাকে ছড়িয়ে দেবে। সেই কারণে কিন্তু কলকাতা পুরসভা বাজারগুলিতে টেস্ট করার পরিকল্পনা নিয়েছে।’’
‘‘তাই আমরাও আমাদের কোভিড টিমের সঙ্গে আলোচনা করে দমদমের দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডে বড় দুটো বাজার অমৃতবাজার এবং বিকেপাল বাজারে রবিবার প্রায় ৬০ থেকে ৭০ জন সুপারস্প্রেডারদের টেস্ট করার পরিকল্পনা নিয়েছি৷’’ বলেন চিকিৎসক৷