শনিবার, সকাল ৫.৩০ টার দিকে হাওড়ার কাছে সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের তিনটি কোচ লাইনচ্যুত (Rail Accident) হয়। দক্ষিণ-পশ্চিম রেলের আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। রেলের এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নলপুরে সাপ্তাহিক স্পেশাল ট্রেনের কোচগুলি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত কোচগুলির মধ্যে একটি পার্সেল ভ্যানও ছিল।
#WATCH | Howrah, West Bengal: A total of 3 coaches including one parcel van of the 22850 Secundrabad Shalimar SF Express derailed near Nalpur Station of the South Eastern Railway division. No casualties reported so far: CPRO South-Eastern Railway
(Visuals from the spot) pic.twitter.com/wxbvcSWG6O
— ANI (@ANI) November 9, 2024
রেল আধিকারিকরা জানিয়েছেন, ২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেসটি খড়গপুর বিভাগের নালপুর স্টেশনের মধ্য দিয়ে যাচ্ছিল যখন ৩টি কোচ লাইনচ্যুত (Rail Accident) হয়। সান্ত্রাগাচি ও খড়গপুর থেকে দুর্ঘটনা ত্রাণ ট্রেন এবং মেডিকেল রিলিফ ট্রেন অবিলম্বে সাহায্যের জন্য পাঠানো হয়েছে। যাত্রীদের কলকাতায় নিয়ে আসার জন্য বেশ কয়েকটি বাসও পাঠানো হয়েছে।
দক্ষিণ পূর্ব রেল বিভাগের নলপুর স্টেশনের কাছে ২২৮৫০ সেকেন্দ্রাবাদ শালিমার এসএফ এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যান সহ মোট ৩টি কোচ লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি।