আরজি কর (RG Kar) কাণ্ডে চাঞ্চল্য কর তথ্য প্রকাশ্যে এল। আরজি কর (RG Kar) কাণ্ডের চার মাস পেরিয়ে যাওয়ার পরেও বাড়ছে রহস্য। আরজি করে (RG Kar) তরুণী চিকিৎসকের দেহ চার তলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে পাওয়া গিয়েছিল। কিন্তু চাপানউতোর বাড়ছে সেই (RG Kar) এমারজেন্সি বিল্ডিংয়ের আট তলার ঘর। তদন্তের স্বার্থে সেই (RG Kar) আটতলায় অপারেশন থিয়েটার সিল করে রেখেছে সিবিআই।
চার তলায় তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছিল, কিন্তু আটতলায় কেন সিবিআই সিল করে রেখেছে সেই বিষয়ে জুনিয়র চিকিৎসকদের মধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন তুলছেন সিনিয়র চিকিৎসকরাও। তার মধ্যেই আরজি মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিনে মুক্ত হয়েছেন। গ্রেফতারের ৯০ দিনের মধ্যেও সিবিআই চার্জশিট দিতে পারেনি। সেই কারণে জামিন পেয়েছেন আরজি করের অন্যতম দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে আরজি করে নির্যাতিতার বাবা-মা ইতিমধ্যে সিবিআইয়ের তদন্তের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। সিবিআইয়ের ভূমি নিয়ে রাজ্যের চিকিৎসকরাও সন্দেহ প্রকাশ করেছে।
আরজি করের আটতলায় অর্থোপেডিক, পেডিয়াট্রিক, প্লাস্টিক সার্জারি, ইউরোলোজির অস্ত্রোপচারের জন্য চারটি ওটি ঘর রয়েছে। ‘অর্থপেডিক টেবিল-২’ এর উল্টোদিকের ঘর সিল করেছে সিবিআই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ঘরে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সলিউশন, যন্ত্রাংশ স্টোর করে রাখা থাকে। এবার চিকিৎসকরা অভিযোগ করেছেন, চারতলা ঘটনাস্থল হলে আটতলার ঘর কেন তালাবন্দি? অর্থোপেডিক সার্জন তথা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে কি এই ঘরের যোগ নেই? পাঁচ মাসেও সিবিআইয়ের তদন্তে এর সদুত্তর নেই কেন? সিজিও কমপ্লেক্স অভিযানের দিন এই সব বিস্ফোরক প্রশ্ন করতে দেখা গেল আরজি করের জুনিয়র চিকিৎসকদের। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের পর থেকে সিবিআইয়ের তদন্তের ওপর কার্যত হতাশ হয়ে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। হতাশ দেখা দিয়েছে সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি নাগরিক সমাজের একাংশের মধ্যে।