22 C
New York
Monday, January 20, 2025
Homeরাজ্যের খবরAsfaqulla Naiya : মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্কে পুলিশি তলব! এবার হাইকোর্টের দ্বারস্থ...

Asfaqulla Naiya : মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্কে পুলিশি তলব! এবার হাইকোর্টের দ্বারস্থ আসফাকুল্লা নাইয়া

Published on

- Ad1-
- Ad2 -

মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্কের জেরে পুলিশি তলবের মুখে আরজি কর আন্দোলনের মুখ আসফাকুল্লা নাইয়া (Asfaqulla Naiya)। সোমবার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি (Asfaqulla Naiya) যাননি। পরিবর্তে তিনি (Asfaqulla Naiya) মেল করে পুলিশকে জানিয়েছেন, তলবের কারণ বিস্তারিতভাবে জানানো হোক।

আসফাকুল্লা নাইয়া সোমবার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, বেআইনিভাবে তাঁকে হেনস্থা করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৩০ জন পুলিশ সদস্য তাঁর বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা গ্রহণ করেছেন, যদিও শুনানির সময়সীমা এখনও নির্ধারণ হয়নি।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের অভিযোগ থেকে বিতর্কের সূত্রপাত। সিঙ্গুরে একটি স্বাস্থ্য পরিষেবা শিবিরের বিজ্ঞাপনে আসফাকুল্লা নিজেকে ‘এমএস’ (ইএনটি) দাবি করেছিলেন, যা নিয়ম বহির্ভূত বলে অভিযোগ। রাজ্য মেডিক্যাল কাউন্সিল গত বুধবার তাঁকে শোকজ করে জানায়, পিজিটি হয়েও ইএনটি সার্জন হিসেবে পরিচয় দেওয়া অসঙ্গত। তাঁকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের রামতনু নগরে আসফাকুল্লার বাড়িতে বিধাননগর পুলিশের একটি দল হানা দেয়। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়। পুলিশের এই পদক্ষেপ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

আসফাকুল্লা নাইয়ার দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, “আমি সব নথি যথাযথ উপায়ে জমা দিয়েছি। বেআইনিভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে।” এই ঘটনায় তদন্তের গতি আরও তীব্র হয়েছে। তবে হাইকোর্টে মামলার শুনানির পর পুলিশি তদন্ত কী মোড় নেয়, সেদিকেই এখন নজর থাকছে।

Latest articles

RG Kar: ফাঁসি নয়! আরজি কর কাণ্ডে সঞ্জয়ের আজীবন কারাদণ্ডের রায় ঘোষণা আদালতের

কলকাতার শিয়ালদহ আদালত ১৬২ দিন পর চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar) শাস্তি...

Sanjay Roy: জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, করা হয়নি কোনও মেডিক্যাল! আদালতে কান্নায় ভেঙে পড়লেন সঞ্জয়

অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে সাজা ঘোষণার আগের মুহূর্তে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল দোষী...

Saline: ফের স্যালাইনে ছত্রাকের অভিযোগ! নজরে ন্যাশানাল মেডিক্যাল কলেজ

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন (Saline) কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার একই বিতর্ক ঘিরে...

Bhangar: জুয়ার ঠেকে হানা দিতেই পুলিশের ওপর আক্রমণ! আটক দুই তৃণমূল কর্মী

রবিবার রাতে ফের উত্তপ্ত হল ভাঙড় (Bhangar)। জুয়ার আসরে হানা দিতে গিয়ে পুলিশের উপর...

More like this

RG Kar: ফাঁসি নয়! আরজি কর কাণ্ডে সঞ্জয়ের আজীবন কারাদণ্ডের রায় ঘোষণা আদালতের

কলকাতার শিয়ালদহ আদালত ১৬২ দিন পর চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar) শাস্তি...

Sanjay Roy: জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, করা হয়নি কোনও মেডিক্যাল! আদালতে কান্নায় ভেঙে পড়লেন সঞ্জয়

অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে সাজা ঘোষণার আগের মুহূর্তে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল দোষী...

Saline: ফের স্যালাইনে ছত্রাকের অভিযোগ! নজরে ন্যাশানাল মেডিক্যাল কলেজ

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন (Saline) কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার একই বিতর্ক ঘিরে...