বিধ্বংসী আগুনে পুড়ে (Fire in Barrackpore) ভস্মীভূত হল ব্যারাকপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত অতীন্দ্র মাল্টিপ্লেক্সে থাকা ক্যাফে- রেস্তোরাঁ। এদিন বিকেলে আচমকা অতীন্দ্র সিনেমা হলে পাশে থাকা ক্যাফেতে আগুন লাগে।চোখের নিমেষে সেই আগুন পাশে থাকা শপিং মলে এবং দ্বিতীয় তলার পার্শ্ববর্তী নামী রেস্তোরাঁতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। পরে দমকলের আরও ৪ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালালেও ভষ্মিভূত হয়ে যায় সম্পূর্ণ রেস্তোরাঁটি। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারাকপুর ঘোষ পাড়া রোডে। তবে এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হলেও হতাহতের কোন খবর নেই। সেই সময় অতীন্দ্র সিনেমা হলে প্রচুর দর্শক সিনেমা দেখছিলেন তাদের নিরাপদে বের করে সিনেমা হল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। দমকলকর্মীদের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান রাস্তার পথ চলতি মানুষ এবং টো টো চালকরা।
অগ্নিকাণ্ডে (Fire in Barrackpore) হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ব্যস্ত রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছয় টিটাগড় থানার পুলিশও।
দীর্ঘদিনের পুরোনো সিনেমা হল অতীন্দ্র বর্তমানে মাল্টিপেক্স। সেই বিল্ডিং এর সামনে দিকে রয়েছে নামী বিরিয়ানির রেস্তোরাঁ এবং নিচে একটি ক্যাফে ও নামী পোশাকের শোরুম। সূত্রের খবর, আজ বিকেলে আচমকা ক্যাফেতে আগুন লাগে। সেই আগুনের (Fire in Barrackpore)লেলিহান শিখা থেকে বিরিয়ানির রেস্তোরাঁয় এবং পোশাকের শোরুমে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের দোকান ও বাড়িতে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে তার আগেই তা নিয়ন্ত্রণে আনে দমকল।
উল্লেখ্য, গতকালই পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্ম লাগোয়া একটি গোডাউনে আগুন লেগে যায়। সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্ম ও ওভারব্রিজও ঢেকে যায় কালো ধোঁয়ায়। প্ল্যাটফর্মে দমকলের গাড়ি ওঠানো সম্ভব নয়। সে কারণে বড় জলের পাইপ প্ল্যাটফর্মের উপর দিয়ে নিয়ে গিয়ে রেলের অফিসের ছাদ থেকেই চলে আগুন নেভানোর কাজ। দমকলের মোট ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।