চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) শুরু হচ্ছে বুধবার। এদিকে, বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় দলের প্রধান কোচ মর্নে মর্কেল দুবাই থেকে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন। এর পিছনে ব্যক্তিগত কারণ রয়েছে। এর আগে শনিবার মর্নি মর্কেল সংযুক্ত আরব আমিরশাহীতে (ইউএই) পৌঁছেছিলেন। সোমবার ভারতীয় দলের অনুশীলনের সময় মর্নে মর্কেল উপস্থিত ছিলেন না। জানা গিয়েছে মর্নি মর্কেলের পিতৃবিয়োগ ঘটেছে।
India’s bowling coach, Morne Morkel, returns home ahead of the Champions Trophy opener due to a ‘personal emergency.’
Read Here:👉https://t.co/9mYGcGMi4c pic.twitter.com/eUccbFaUFy
— CricTracker (@Cricketracker) February 18, 2025
মর্কেল কবে ফিরবেন ভারতীয় দলে?
এখন প্রশ্ন হল, মর্নে মর্কেল যদি দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়ে থাকেন, তাহলে আর কতদিন তিনি ভারতীয় দলে যোগ দেবেন? তিনি কি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) মাঝপথে ভারতীয় দলে যোগ দেবেন? নাকি টুর্নামেন্ট চলাকালীন তিনি ভারতীয় দলের সঙ্গে থাকবেন না? যদিও সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। রোহিত শর্মার নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে। বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
🚨Morne Morkel’s father passed away and due to which he had to left for South Africa.
Stay strong @mornemorkel65May your father Rest in Peace🙏 pic.twitter.com/e9tooDXB1U
— Sayan Biswas𝕏 (@sayan654b) February 18, 2025
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি পরের ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আগামী ২ মার্চ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।