Arjun Sing: “চিটফান্ড থেকে টাকা তোলার কারিগর কুনাল ঘোষ” বললেন অর্জুন সিং

শ্যামনগর: সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, ২০২৬ সালে ২৫০ আসন নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখন বিরোধী দলনেতার পদও থাকবে না। রবিবার শ্যামনগর ২৬ নম্বর রেলগেট সংলগ্ন নেতাজীনগর কলোনীর অধিবাসীবৃন্দের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে হাজির হয়ে কুনাল ঘোষকে একহাত নেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Sing)।

অর্জুন সিং কুনাল ঘোষকে নিশানা করে বলেন, ‘‘কুনাল ঘোষ কখনোই দলের সঙ্গে যুক্ত ছিলেন না। উনি তো চিটফান্ড থেকে টাকা তোলার কারিগর।’’ তিনি আরো বলেন, ‘‘কুনাল ঘোষ বলেছিলেন সারদা, রোজভ্যালি চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিসিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই কুনাল ঘোষ মমতা ব্যানার্জির গুণগান করছেন। আমি মনে করি, ২০২৬ সালে তিনিই ফের পাল্টি খাবেন এবং বিরোধী দলনেতার হয়ে কথা বলবেন।’’

এদিন রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রায় ৫০ জন সেচ্ছায় রক্তদান করেন। সেই সঙ্গে এলাকার খুদে পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন অর্জুন সিং এবং তার সঙ্গীরা।