নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ হাথরাসে যাওয়ার পথে রাহুল গান্ধিকে গ্রেফতার এবং লাঠিচার্জের অভিযোগ যোগীর পুলিশের। এরই প্রতিবাদে হাওড়ায় পুড়ল মোদীর কুশপুতুল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাওড়ার পাওয়ার হাউস মোড়ে বিক্ষোভ হয়। শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে হয় এই বিক্ষোভ। সেখানে মোদীর কুশপুতুল দাহ করা হয়।
উল্লেখ্য, এদিন ভারতীয় দণ্ডবিধির ধারায় রাহুলকে গ্রেফতার করা হয়। হাথরাসে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখার জন্য বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ দিল্লি থেকে গাড়ি করে রওনা দেন রাহুল ও প্রিয়াঙ্কা। তার আগেই হাথরাসে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। তাঁদের যাওয়ার পথে জড়ো হন কংগ্রেস সমর্থকরা। কিন্তু গ্রেটার নয়ডার পরীচকের কাছে রাহুল-প্রিয়াঙ্কার কনভয়কে আটকে দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। তারপর তারা হেঁটেই হাথরাসের উদ্দেশ্যে রওনা দেন। ছিলেন অসংখ্য কংগ্রেস কর্মীরাও।
পরে যমুনা এক্সপ্রেসওয়ের কাছে আবারও রাহুলদের আটকায় পুলিশ। পুলিশ দাবি করে, এরপর নির্দেশ লঙ্ঘন করার জন্য ভারতীয় দণ্ডবিধির ধারায় এই গ্রেফতার করা হয়।