খবরএইসময়, নিউজ ডেস্কঃ দিনকয়েক আগে বোলপুরের পদযাত্রায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পা মেলাতে দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাইই নয় একেবারে নেত্রীর পাশেই দেখা গিয়েছিল। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত মমতার সঙ্গেই তাল মিলিয়ে হেঁটেছিলেন তিনি। কিন্তু পৌষ সংক্রান্তির দিন তাঁর ফ্যান ক্লাবের একটি পোস্ট ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠল আচমকা। তিনি কে ? হ্যাঁ। ঠিকই ধরেছেন। তিনি বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়।
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মীরতন শুক্লাও তৃণমূলের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ক্রমেই বেসুরো গাইছেন। তাকে নিয়ে ইতিমধ্যেই চিন্তায় দলের শীর্ষ নেতৃত্ব। দলের একাংশের প্রতি প্রকাশ্যে ক্ষোভ উগরেছেন বিধায়ক বৈশালী ডালমিয়াও। এর মাঝেই ঘাসফুল শিবিরের একাধিক ছোট-বড়-মাঝারি নেতার মুখে শোনা যাচ্ছে ইঙ্গিতপূর্ণ কথা। এত কিছুর মধ্যেই নতুন করে জল্পনা এবার উস্কে দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শতাব্দী রায় ফ্যানস ক্লাব’-এর পেজে তাঁর নামে একটি বয়ান প্রকাশিত হয়েছে।
#বীরভূমে আমার নির্বাচন কেন্দ্রের মানুষের প্রতি-
2021 খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়।
তবে তাঁর লেখায় অভিমানী সুর আরও ধরা পড়েছে। তিনি পোস্ট করেছেন, ‘ গত দশ বছরে আমি আমার বাড়ির থেকে বেশি সময় আপনাদের কাছে বা আপনাদের প্রতিনিধিত্ব করতে কাটিয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি কাজ করার, এটা শত্রুরাও স্বীকার করে। তাই এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ এখানেই শেষ হয়নি শতাব্দীর লেখা। এরপরেই রয়েছে বিস্ফোরক বার্তা। যেখানে অভিনয় জগত থেকে রাজনীতিতে পদার্পণ করা শতীব্দী লিখেছেন, ‘আশা করি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পাব। সাংসদ অনেক পরে, তার অনেক আগে থেকেই শুধু শতাব্দী রায় হিসেবেই বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমিও আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব। যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী ১৬ জানুয়ারি ২০২১ শনিবার দুপুর দুটোয় জানাব।’