নিউজ ডেস্ক: পেট্রোপণ্যের মূল্যবদ্ধি নিয়ে গোটা দেশের মানুষ জেরবার। তা নিয়ে ক্রমাগত কেন্দ্রকে আক্রমণ করে চলেছেন বিরোধী দলের নেতারা। এবার পেট্রলের দাম নিয়ে মোদী সরকারকে খোঁচা দিলেন খোদ বিজেপি সাংসদই। প্রবীণ এই রাজনীতিক তাঁর টুইটার অ্যাকাউন্টে পেট্রলের দাম নিয়ে ভারতের সঙ্গে প্রতিবেশী নেপাল ও শ্রীলঙ্কার তুলনা টেনেছেন। বিষয়টি নজরে আসতেই শাসকদলের সাংসদ সুব্রহ্মণ্যন স্বামীর পোস্টকে হাতিয়ার করতে ছাড়েননি বিরোধীরা। রাজনীতির ময়দান ছেড়ে সাধারণ মানুষের আলোচনাতেও ঘুরে ফিরে এসেছে সাংসদের এই পোস্ট।
কী লিখেছেন সুব্রহ্মণ্যন স্বামী?
ইংরেজিতে ওই টুইটে লেখা হয়েছে, ‘রামের ভারতে পেট্রল ৯৩টাকা। সীতার নেপালে ৫৩ টাকা। আর রাবনের লঙ্কায় ৫১টাকা।’ টুইট থেকেই স্পষ্ট যে প্রতিবেশী দেশ নেপাল, শ্রীলঙ্কায় পেট্রলের দাম কম হলেও ভারতে অত্যাধিক মূল্যের কথা স্বীকার করে নিচ্ছেন সাংসদ নিজেই।
— Subramanian Swamy (@Swamy39) February 2, 2021
শুধু পেট্রল নয়, পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। তার উপর ভারতে বিভিন্ন রাজ্যে পেট্রোপণ্যের দাম ভিন্ন। এই পরিস্থিতি নাভিশ্বাস উঠছে গাড়ি চালকদের। তাঁদের কথায়, তেলের দামের উপর অন্যান্য জিনিসের দাম নির্ভর করে। আমদানি-রপ্তানিতে খরচ বাড়লে সেটাই স্বাভাবিক। তাই ক্রমাগত দাম বৃদ্ধির পর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে তেলের দাম কমানো নিয়ে অনেকে আশা করেছিলেন। কিন্তু পেট্রল ও ডিজেলের ক্ষেত্রে সেস চাপিয়েছে কেন্দ্র সরকার। যদিও সরাসরি এর প্রভাব খুচরো বিক্রিতে পড়বে না বলেই দাবি করেছেন অর্থমন্ত্রী। কিন্তু বাজেটের পরের দিনেই বিজেপি সাংসদের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাঁদের প্রশ্ন, পেট্রোপণ্যের মূল্যবদ্ধি নিয়ে বিরোধীদের সুরেই সুর মেলালেন সুব্রহ্মণ্যন?