নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ:মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিবর্তন যাত্রার রথ আটকে দিল পুলিশ। সোমবার বেলডাঙ্গা থানার ভারত সেবাশ্রম সংঘ থেকে রথ যাত্রা বের হওয়ার সময় বেলডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী সহ মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশাল টিম রথ আটকে দেয়। জেলা পুলিশের তরফ থেকে বিজেপি জেলা নেতৃত্বকে গতকাল রাতে অনুরোধ করা হয় রুট পরিবর্তন করার জন্য। কিন্তু জেলা বিজেপি নেতৃত্ব অনুরোধ অমান্য করে, বিজেপি রাজ্যে নেতৃত্বের নির্দিষ্ট রুটে রথ যাত্রা শুরু করে। সেই সময় পুলিশ তাদের রথ আটকে দেয়। এদিনের এই রথযাত্রার নেতৃত্বে আছেন নবদ্বীপ জোনের রথযাত্রা প্রমুখ কল্যান চৌবে, নবদ্বীপ জোনের রথযাত্রা মিডিয়া প্রমুখ আবিষ্কার ভট্টাচার্য্য সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্ব। পরে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা তথা বহরমপুরের ছেলে কৌশিক রায় যোগ দেন অবস্থান বিক্ষোভে। পরিবর্তন যাত্রা আটকে দেওয়ায় প্রতিবাদ শুরু করলে পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বের বাদানুবাদ চলতে থাকে। যদিও এখন পর্যন্ত রথ আটকে রয়েছে বেলডাঙ্গায়।
