বেঙ্গালুরু: পণের দাবিতে আইপিএস স্ত্রীর উপরে অত্যাচারের অভিযোগ উঠল আইএফএস স্বামীর বিরুদ্ধে। স্বামী নীতিন ইয়েওলা ও তাঁর বাবা-মা ছাড়াও চার আত্মীয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন বর্তিকা কাটিয়ার নামে ওই আইপিএস। তিনি কেএসআরপি রিসার্চ সেন্টারের সুপারিনটেন্ডেন্ট। আর তাঁর স্বামী নীতিন বিদেশ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। অভিযুক্তদের বিরুদ্ধে পণ নেওয়া, মহিলাদের অসম্মান, প্রতারণার পাশাপাশি ৪৯৮এ ধারাতেও মামলা করেছে পুলিশ। যদিও তাঁদের কারও বক্তব্য জানা যায়নি।
অভিযোগে তরুণী জানিয়েছেন, নীতিনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ২০১১-য় । সেই অনুষ্ঠানের সব খরচ বর্তিকার পরিবারই বহন করে। কিন্তু তারপরেও সোনার গয়নার জন্য চলে জোরাজুরি। অসম্মান, মানসিক নিগ্রহ তো ছিলই। পাশাপাশি আরও টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন তাঁর শ্বশুরবাড়ির লোক। নানা ছুতোয় তাঁর পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ আইপিএসের। বিয়ের তিন মাসের মাথায় শুরু হয় এই নিগ্রহ। টাকা না দিলে বিবাহবিচ্ছেদের ভয় দেখাতেন বলে নীতিনের বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর। সেই কারণেই এতদিন তাঁর সব দাবিদাওয়া মুখ বুজে মেনে নেওয়া হয়েছে বলে বর্তিকা জানিয়েছেন।
কিন্তু সেখানে শেষ হয়নি। শুরু হয় শারীরিক নিগ্রহ। একবার শ্বেতপাথরের বাক্স ছুড়ে মেরে বর্তিকার হাত পর্যন্ত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। অত্যাচার থামেনি অন্তঃসত্ত্বা অবস্থাতেও।