নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: আহত হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। আজ সেই নন্দীগ্রামের মাটিতেই হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নমিনেশন ফাইল জমা দেওয়ার পর আহত হয়ে দীর্ঘ একটানা হুইলচেয়ারে বন্দী নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধ্যোপাধ্যায়। যেদিন আহত হয়েছিলেন সেদিন তাঁকে দ্রুত কলকাতায় ফিরিয়ে নিয়ে গিয়ে কলকাতারই এক নামী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তাঁর এক সপ্তাহ পর প্রচারে বের হন তিনি তবে, তা সম্পূর্ণ হুইলচেয়ার বন্দী। হুইল চেয়ারে বসেই তিনি তাঁর প্রচার পর্ব চালিয়ে যাচ্ছিলেন থেমে না থেকে। কনভয় ছেড়ে হেলিকপ্টার করে প্রতিটা সভাস্থলে পৌঁছে যাচ্ছিলেন সেখানেও হুইলচেয়ার। কিন্তু মঙ্গলবার নন্দীগ্রামের শেষ প্রচারে এসে দেখা গেল হুইল চেয়ার থেকে উঠে জাচ্ছিলে। যদিও তাঁর চোট পাওয়া এক পা ছিল হুইলচেয়ারেই।
হঠাৎই হুইলচেয়ার থেকে নন্দীগ্রামের মাটিতেই প্রথম উঠে দাঁড়ালেন তিনি। দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতও গাইলেন। নন্দীগ্রামের টেঙ্গুয়ার চারগলিয়াতে সভা শেষে ভাঙা পা নিয়ে উঠে দাঁড়িয়ে অনায়াসে জাতীয় সঙ্গীত গাইলেন তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী।