নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: বিজেপি সরকার ক্ষমতায় আসার এক দের মাসের মধ্যে উদ্বাস্তুদের মধ্যে নাগরিকত্ব কার্ড দেওয়া শুরু হবেI সরকার এলে প্রথম পাঁচটি কাজের মধ্যে আমাদের অন্যতম প্রধান কাজ হবে নাগরিকত্ব দেওয়াটা । আর কদিনের জন্য তৃণমূলের অপবিত্র হাত দিয়ে এই কার্ড বিলি করার প্রয়োজন নেই।শুক্রবার দুপুরে ঠাকুরনগর ঠাকুরবাড়ি এসে এ কথাই বললেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা
।এদিন তিনি ঠাকুর বাড়িতে বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর এর সঙ্গে আধা ঘণ্টা বৈঠক করেন। তারপর তিনি সান্তনু কে সঙ্গে নিয়ে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করেন৷
রাহুল বাবু বলেন, মতুয়া ঠাকুরবাড়ির সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। আগেও এসেছি। আজ ঠাকুরের কাছে প্রার্থনা করে গেলাম।
রাহুল সিনহার কথা প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর বলেন” উনি কবে এসেছে আমার জানা নেই তবে নাগরিকত্ব নিয়ে এত ভাওতা এত মিথ্যা কথা। আসামে কেন নাগরিকত্ব কার্ড দেওয়া হয়নি ?সেখানে তো বিজেপি সরকার। মতুয়ারা যেন দ্বিতীয়বার এই ভুল না করে৷ ২০১৯এ দেবে বলে দেয়নি। অমিত শাহো এসে ভ্যাকসিন দেওয়ার পরের কথা বলেছেন। রাহুল সিনহা আবার অন্য কথা বলছেন।
এদিন শান্তনু ঠাকুর বলেন মতুয়ারা বিজেপির সঙ্গেই আছে। উন্নয়ন বিজেপিই করবে।