নিজস্ব প্রতিনিধি,সল্টলেকঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে ক্রমশ চাপে রাখতে শুরু করল বঙ্গ বিজেপি। বিরোধীদের তরফে সক্রিয়তা যে বৃদ্ধি পাবে সেটা বৃহস্পতিবারই বিজেপি নেতাদের একাধিক টুইট বুঝিয়ে দিয়েছিল।আর শুক্রবার একেবারে মাঠে নেমে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন সাংসদ সুভাষ সরকার, অশোক দিন্দা-সহ একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে হাজির হন তিনি। গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের আবেদন জানান। যদি যথার্থ পদক্ষেপ না হয়, সে ক্ষেত্রে আদলতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
স্বাস্থ্য দফতরের সচিবের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। তিনি বলেন,গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ভুও, প্রতারক, চিটিংবাজ ও প্রভাবশালীদের সঙ্গ দেওয়া দেবাঞ্জন দেব যে কাণ্ড ঘটিয়েছেন তাতে মানুষ আতঙ্কিত।প্রথমত,এই ভ্যাক্সিনেশন ক্যাম্পের থেকে ভ্যাকসিন করে নেওয়ার পর যদি কারোর কিছু ঘটে যেত,ভবিষ্যতে ঘটবে কিনা আমি জানিনা কারণ আমি ডাক্তার নই, যদি ঘটে যেত তাহলে বলতো যে মোদিজীর পাঠানো এই ভ্যাকসিন এর জন্য এই ঘটনা ঘটেছে । কারণ, পশ্চিমবঙ্গে যে সরকারটি চলছে তারা কেন্দ্রবিরোধী কথাবার্তা এবং সরকারবিরোধী কথাবার্তায়, রাজনৈতিক কথাবার্তা এবং প্রশাসনিক সরকারি ব্যবস্থাতেও বারে বারে বলে। সমস্ত দোষ, দায় কথায় কথায় প্রধানমন্ত্রীর ঘাড়ে চাপান। তাই আমরা এই ঘটনা নিয়ে অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত করে যারা এই ঘটনার জন্য দায়ী তাদের শাস্তি দেওয়ার দাবি তুলেছি এবং প্রয়োজনে সিবিআই কে দিয়ে তদন্ত করা যেতে পারে বলে জানিয়েছি।