Homeদেশের খবররাত পোহালেই বৃহস্পতিবার হাইভোল্টেজ ‘ভবানীপুর’ কেন্দ্রে উপনির্বাচন, ভাগ্য নির্ধারণ মমতার  

রাত পোহালেই বৃহস্পতিবার হাইভোল্টেজ ‘ভবানীপুর’ কেন্দ্রে উপনির্বাচন, ভাগ্য নির্ধারণ মমতার  

Published on

প্রনব বিশ্বাসঃ  রাত পোহালেই বৃহস্পতিবার হাইভোল্টেজ ‘ভবানীপুর’ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই উপনির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসাবে টিকে থাকতে হলে এই কেন্দ্র থেকে তাকে জিততেই হবে।
দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র ‘ভবানীপুর’ মমতার নিজের এলাকা। তিনি কেবলমাত্র এই বিধানসভা কেন্দ্রের বাসিন্দাই নন, ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনেও এই কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। এই কেন্দ্রে তার প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল ও সিপিআইএম’এর আইনজীবী প্রার্থী শ্রীজীব বিশ্বাস। করোনার আবহেই গত মার্চ-এপ্রিল মাসে রাজ্য বিধানসভার নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তখন লড়াইটা সীমাবদ্ধ ছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। আর এবারের উপনির্বাচনে মমতা, প্রিয়াঙ্কা সহ মোট ১২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

কিন্তু এই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন কেন এত জরুরি হয়ে পড়ল ? 

আসলে, সদ্য বিধানসভার নির্বাচনে নিজের পুরনো কেন্দ্র ‘ভবানীপুর’ ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলার ‘নন্দীগ্রাম’ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতা। কিন্তু ওই নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৯৫৬ ভোটে পরাজিত হন মমতা। যদিও তার দল তৃণমূল কংগ্রেস ২৯২ টি আসনের মধ্যে ২১৩ টি আসন পেয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে। যদিও মমতার ছেড়ে যাওয়া ভবানীপুর কেন্দ্র থেকে বিরাট ব্যবধানে জয়ী হন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি হারান বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষকে।

এরপর গত ৫ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মমতা। ১০ মে শপথ নেয় তার মন্ত্রিসভার বাকী ৪৩ জন সদস্য। কৃষি মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শোভনদেব। নিয়ম অনুযায়ী কোন মন্ত্রী নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যেই তাকে রাজ্যের কোনও না কোনও বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হয়। সেক্ষেত্রে জল্পনা চলছিল মমতা কি তবে নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন? এরই মধ্যে মমতার রাস্তা পরিস্কার করতে গত মে মাসেই ভবানীপুর কেন্দ্র থেকে ইস্তফা দেন শোভনদেব। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন জরুরী হয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হবে তা চলবে সন্ধ্যা সাড়ে ৬ পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ২,০৬,৩৮৯ জন। এর মধ্যে ৯৫,১৪৩ (৪৬ শতাংশ) জন নারী ভোটার। এই কেন্দ্রের প্রায় শতকরা ২০ ভাগ ভোটার মুসলিম সম্প্রদায়ভুক্ত, শিখ ও অ-বাঙালি ভাষী হিন্দুর বসবাস প্রায় ৩৪ শতাংশ। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের তরফে একাধিক সতর্কতা নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রের দুইশত মিটারের মধ্যে ১৪৪ ধারা লাগু করা হয়েছে (একসাথে পঁচকজনের বেশি জমায়েত নিষিদ্ধ)।

উপনির্বাচনের দিন ৯৭ টি ভোটকেন্দ্রে ২৮৭ টি বুথের প্রতিটিতে থাকছে কেন্দ্রীয় বাহিনী। এজন্য ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। বুথের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের সদস্যরা। ভোটকেন্দ্রের একশত মিটারের মধ্যে যাতে কোন নিরাপত্তারক্ষীর হাতে বন্ধুক বা অস্ত্র না থাকে- তা নিশ্চিত করতে এক নির্দেশিকা জারি করা হয়েছে। নজর রাখা হচ্ছে বহিরাগতদের ওপরেও। ভবানীপুর কেন্দ্রের অধীন প্রতিটি হোটেল ও গেস্ট হাউজে বহিরাগতদের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ।

এদিকে প্রায় এক মাস ধরে প্রচারণার পর গত সোমবারই ওই কেন্দ্রে প্রচারণা শেষ হয়। তৃণমূলের প্রচারণায় হেভিওয়েট মুখ ছিল মমতা ও তার ভাতিজা অভিষেক ব্যনার্জি। অন্যদিকে বিজেপি প্রার্থীর সমর্থনে স্মৃতি ইরানি, হরদীপ সিং পুরী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে প্রচারের ময়দানে দেখা যায়। এছাড়াও ছিলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ অর্জুন সিং’এর রাজ্য নেতারা। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ প্রচারণায় গিয়ে তাদের দলের নেতাদের বারংবার তৃণমূলের বাধার মুখে পড়তে তৃণমূল ভয় পেয়েই তাদের পিছনে গুন্ডা লেলিয়ে দিয়েছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের।

নির্বাচনে না জিতেও মুখ্যমন্ত্রী: এর আগে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে যখন প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, সেসময় মমতা ছিলেন লোকসভার সাংসদ। কিন্তু মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পরই উপনির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন মমতা। সেবার সিপিআইএম প্রার্থী অধ্যাপিকা নন্দিনী মুখার্জিকে ৫৪,২১৩ ভোটে পরাজিত করেছিলেন মমতা।
এরপর ২০১৬ সালের বিধানসভার নির্বাচনেও ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিল মমতা ব্যনার্জি। সেবছর কংগ্রেসের প্রার্থী দীপা মুন্সিকে ২৫,৩০১ ভোটে হারান মমতা।

কিন্তু ২০১৯ সালের লোকসভার নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের লিড ছিল মাত্র ৩৫০০ ভোট। আর এই আশঙ্কা থেকেই একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের বদলে নন্দীগ্রামে লড়াইয়ের সিদ্ধান্ত নেন মমতা। কিন্তু ভবানীপুরে শোভনদেব জিতলেও পরাজয়ের স্বাদ নিয়ে ফিরতে হয়েছিল মমতাকে, তাই ফের নিজের পুরনো কেন্দ্রেই ফেরেন মমতা। সেক্ষেত্রে এই উপনির্বাচন মমতার কাছে প্রেস্টিজ ফাইট। কারণ তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বিও যথেষ্ট কঠিন পরীক্ষার মধ্যে ফেলতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার ‘ভবানীপুর’এর সাথেই মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র দুইটিতেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সামসেরগঞ্জে তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম, বিজেপির মিলন ঘোষ, সিপিআইএম প্রার্থী মো. মোদাসসার হোসেন। আর জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস, বাম প্রার্থী জানে আলম মিলন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচনের আগে করোনায় ওই দুই কেন্দ্রেরই ‘সংযুক্ত মোর্চা’র প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রাখা হয়েছিল।
আগামী ৩ অক্টোবর ওই তিনটি কেন্দ্রেই ভোটগণনা।

Latest News

Telecom New Rule: ১ জানুয়ারি থেকে বদলে যাবে টেলিকমের এই নিয়ম, সরাসরি প্রভাব সমস্ত নেটওয়ার্কে

সরকার সময়ে সময়ে টেলিযোগাযোগের নিয়মগুলি (Telecom New Rule) সংশোধন করে। টেলিকম আইনে কিছু নিয়ম...

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...

Mamata Banerjee: টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা ১০ বার ভাবে, পুলিশ নয়! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আলুর দাম বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

More like this

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...

Mamata Banerjee: টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা ১০ বার ভাবে, পুলিশ নয়! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আলুর দাম বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...