নিজস্ব প্রতিনিধি,বরাহনগর: দীর্ঘ ১১ দিন ধরে রাশিয়া-ইউক্রেন এর মধ্যে যুদ্ধ চলছে । প্রতিটা মুহূর্তে শেলবর্ষণের আতঙ্ক। ইতিমধ্যেই ভারতবর্ষের দুজন ডাক্তারি পড়ুয়া প্রাণ হারিয়েছে। এই যুদ্ধে এখনো আটকে রয়েছে বহু ভারতীয়। উত্তর শহরতলীর বরাহনগরের মানুষ বিশেষ করে ৯ নম্বর ওয়ার্ডের মানুষজনেরা চাইছেন এই যুদ্ধ বন্ধ হোক। তাঁরা বলছেন “যুদ্ধ নয় শান্তি চাই সুস্থ জীবন দেখতে চাই।”
তাই বাংলা তথা ভারতীয় তথা সারা বিশ্বের মঙ্গল কামনায় বরাহনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রামকৃষ্ণ পালের উদ্যোগে মহা সারম্বরে সম্পূর্ণ নিষ্ঠার সাথে এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়।
এই মহাযজ্ঞ সুসম্পন্ন করা নিয়ে এলাকার মানুষের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। পাশাপাশি মহাযজ্ঞের মধ্যে দিয়ে স্থানীয় মানুষজন বার্তা দিতে চাইছেন যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ মানেই কত মানুষের প্রানহানি, সে দেশেরও কত ক্ষতি অভিলম্বে বন্ধ হোক এই মারণ যুদ্ধ।
আজকের এই মহাযজ্ঞ প্রসঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রামকৃষ্ণ পাল জানালেন, যুদ্ধনীতিকে তোয়াক্কা না করে যেভাবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চালাচ্ছে তাতে সামগ্রিক ভাবে সারা বিশ্ব ক্ষতিগ্রস্থ এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ।