নিজস্ব প্রতিনিধি, সিউড়ি :রাজ্যে আইনের শাসন নেই। বীরভূম জেলায় বগটুই হত্যাকাণ্ড,বোলপুরে নাবালিকাকে গণধর্ষণ প্রভৃতি একের পর এক নৃশংস ঘটনা তুলে ধরে আইন অমান্য কর্মসূচির ডাক দেয় বিজেপি৷ আজ সেই আইন অমান্য আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পায়ে ব্যারিকেড পরে আহত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সিউড়ি সার্কিট হাউস থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মীরা। এদিনের এই বিক্ষোভ মিছিলে পা- মেলান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জেলার বিজেপি নেতৃত্বরা।
পূর্বঘোষিত কর্মসূচি থাকায় আগে থেকেই জেলা শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ তবে বিজেপির মিছিল পৌঁছাতেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় বিজেপি নেতা-কর্মীদের৷ ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিজেপির লোকজন৷ একটা সময় ব্যপক ধস্তাধস্তিতে ব্যারিকেড ভেঙে পরে আঘাত লাগে শুভেন্দু অধিকারী পায়ে ৷ এরপরেই আরও উত্তেজনা ছড়ায়৷ জানা গিয়েছে ব্যারিকেড পরে ভালো রকম জখম হন রাজ্যের বিরোধী দলনেতা।
যদিও, পরে নেতা-কর্মীদের শান্ত করে বিক্ষোভ শেষ করেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপির রাজ্য নেতৃত্ব৷