নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: তৃণমূলকে হুমকি দিয়ে ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে মাওবাদী পোস্টার ঝাড়গ্রামে। জঙ্গলমহলে জারি হাই এলার্ট । সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন । এরই মধ্যে ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া বিট হাউসের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে রাতের অন্ধকারে উদ্ধার হলো মাওবাদী নামাঙ্কিত পোস্টার ।
পোস্টার গুলিতে লাল কালিতে লেখা রয়েছে, ” কিশান জি অমর রহে, এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতার সাথে ” নিচে লেখা রয়েছে মাওবাদী । শনিবার সকালে এই পোস্টার দেখে রীতিমতো আতঙ্ক ছড়ায় মানিকপাড়ায় । মাওবাদী নামাঙ্কিত পোস্টারের খবর পুলিশের কানে আসতেই রামকৃষ্ণ বাজারে পৌঁছায় মানিকপাড়া বিট হাউসের পুলিশ । পুলিশকর্মীরা মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলোকে ছিঁড়ে ফেলে বলে জানা গিয়েছে ।
কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এর রিপোর্ট অনুযায়ী জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে । সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের রিপোর্টের ওপর ভিত্তি করে জঙ্গলমহলে 15 দিনের হাই এলার্ট জারি করা হয় । জঙ্গলমহলের সমস্ত থানার পুলিশ কর্মীদের 15 দিনের ছুটি ও বাতিল করা হয় । রাতের বেলায় তৃণমূল নেতাদের অবাধ যাতায়াতের সতর্ক করা হয় । এই পর্যায়ে যথেষ্ট সক্রিয় রয়েছে পুলিশ প্রশাসন । পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় মাওবাদী নামাঙ্কিত প্রস্তাব উদ্ধার হচ্ছে প্রায়ই । এরইমধ্যে মানিকপাড়ায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলের একাংশ অশনি সংকেত দেখছে জঙ্গলমহলে ।