Homeজেলার খবরআদালত অবমাননার দায়ে বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা

আদালত অবমাননার দায়ে বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা

Published on

বার্লা হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিজেপি সাংসদ যাঁর নামে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে নিন্ম আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি হল।

 

জেলা ডেস্ক:  আদালত অবমাননার (Contempt of Court) দায়ে আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ (BJP MP) জন বার্লার (John Barla) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারি করল তুফানগঞ্জ আদালত (Tufanganj court)।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha elections) সময় নির্বাচনী বিধিভঙ্গের দায়ে (violation of model code of conduct) বিজেপি সাংসদ (BJP MP) ও কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের (Union Minister of State for Minority) রাষ্ট্রমন্ত্রী জন বার্লার নামে কোচবিহার জেলার (CoochBehar district) তুফানগঞ্জ আদালত (Tufanganj court) শুক্রবার ওই গ্রেফতারি পরোয়ানা জারি করে।

 

সরকারি আইনজীবী সঞ্জয় বর্মনের কথায়, ২০১৯ সালের ৪ এপ্রিল তুফানগঞ্জের ব্লক ডেভলপমেন্ট অফিসের চত্বরে একটি মোটর সাইকেল মিছিল বের করা হয়। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লা ওই মিছিলে হাজির থেকে নির্বাচনী বিধিভঙ্গ করেন। তার জেরে জন বার্লা-সহ চার ব্যক্তির নামে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে স্থানীয় বক্সীরহাট পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের হয়। এর ভিত্তিতে তুফানগঞ্জের সাব ডিভিশন আদালত জন বার্লার বিরুদ্ধে একটি সমন জারি করে তাঁকে ১৫ নভেম্বর কোর্টে হাজিরা দিতে নির্দেশ দেয়।

কিন্তু, সমন পাওয়ার পরেও জন বার্লা বা তাঁর কোনও আইনজীবী ওই দিন আদালতে হাজির হননি। তাই আদালত অবমাননার দায়ে তুফানগঞ্জের সাব ডিভিশন আদালতের বিচারক বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন।

 

এপ্রসঙ্গে সরকারি আইনজীবী বর্মন জানান, আদালতের রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে জন বার্লা নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেছেন। তাঁর কথায়, আমি দেশের বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করি। এর আগে আমি ৪৫ দিন জেলের মধ্যে ছিলাম। আমার বিরুদ্ধে জারি হওয়া এই গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন।

 

যদিও এপ্রসঙ্গে তৃণূমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার কোনও প্রশ্নই নেই। আইন তার নিজের পথেই চলবে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, বার্লা হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিজেপি সাংসদ যাঁর নামে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে নিন্ম আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি হল। এর আগে নভেম্বরের ১৪ তারিখ আলিপুরদুয়ার জুডিসিয়াল থার্ড কোর্ট ২০০৯ সালের একটি পুরনো মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ছিল।

 

 

 

 

 

 

Latest News

Prashant Kishor: বিহার একটি অসফল রাজ্য, সুদানের সাথে নিজ রাজ্যের তুলনা করলেন প্রশান্ত কিশোর

যুদ্ধ-বিধ্বস্ত সুদানের সঙ্গে তুলনা করে জন সুরাজ নেতা প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, বিহার...

Parliament Winter Session: কিছু লোক গুন্ডামির মাধ্যমে সংসদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, শীতকালীন অধিবেশনের আগে পিএম মোদীর বক্তব্য

সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী...

IPL Auction: নিলামের দ্বিতীয় দিনে আজ এই খেলোয়াড়দের ভাগ্য বদলাতে পারে

সৌদি আরবের জেড্ডা শহরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম (IPL Auction)। নিলাম অনুষ্ঠিত...

CNG Price Hike: দামি হয়ে গেল এসব শহরে সিএনজি গ্যাস, কতটা বাড়ল আপনার শহরে জেনে নিন

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যেন বিস্ফোরণ ঘটাল মূল্যবৃদ্ধি। পেঁয়াজ-টমাটোর দামে জর্জরিত আমজনতার পকেটে আরও...

More like this

Kalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ...

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...

Bikash Mishra: আমি মুখ খুললে সরকার পড়ে যাবে! প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক বিকাশ মিশ্র

এর আগে আরজি করের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময়...