কুশল দাসগুপ্ত,শিলিগুড়িঃ মদ তৈরী কারখানার দেওয়াল ভেঙ্গে জল ঢুকছে বাড়িতে বাড়িতে। স্থানীয়দের বিক্ষোভ এলাকা জুড়ে। বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের জেরে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ঠাকুরনগর এলাকায় থাকা একটি মদ তৈরির কারখানার দেওয়ালের একাংশ ভেঙে যায়। ফলে কারখানার ভেতরের নোংরা জল পার্শ্ববর্তি এলাকায় থাকা বাড়িগুলিতে ঢুকতে করতে শুরু করে।
এরপর থেকেই দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ে এলাকাবাসীদের।পাশাপাশি স্থানীয়দের অভিযোগ,বাড়িগুলিতে থাকা কুয়োতেও শোক করছে এই বিষাক্ত নোংরা জল। নোংরা জল হাতে-পায়ে লেগে চর্মরোগের আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা আরও জানান, এর আগেও বিষয়টি এই কারখানার মালিক কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
তবে তারা কোনোরকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। অন্যদিকে কারখানার মালিক জানালেন তিনি এই বিষয়ে কোনভাবেই জানতেন না,এর উপরে তিনি বাইরে বসবাস করেন। তাই এই বর্ষায় তার পক্ষে এসে বিষয়টি দেখা অসম্ভব হয়ে পড়েছে। তবুও তিনি জানিয়েছেন তিনি দেখবেন গোটা বিষয়টি এবং উপযুক্ত ব্যাবস্থাও গ্রহন করবেন।