Homeজেলার খবরToy train booking: পুজোর মরশুমে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টয়ট্রেনের টিকিট...

Toy train booking: পুজোর মরশুমে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টয়ট্রেনের টিকিট শেষ, ওয়েটিংয়ে থাকা টিকিটও কনফার্ম হবে কি ?

Published on

কৌশিক সেনগুপ্ত, শিলিগুড়িঃ পুজোয় টয়ট্রেনে চাপতে চান? কু-ঝিকঝিক শব্দে হারিয়ে যেতে চান পাহাড়ি পথে? ভাবছেন, আর কিছুদিন অপেক্ষা করে টিকিট কাটবেন? তবে সে আশা ছেড়ে দিন। কারণ পুজোর মরশুমে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এনজেপি-দার্জিলিং (Darjeeling) টয়ট্রেনের সমস্ত টিকিট আপাতত বিক্রি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আরও কয়েকশো মানুষ টিকিট কেটে ওয়েটিংয়ে রয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে রেল বাড়তি ট্রেন না চালালে ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার কোনও সুযোগই নেই।

ডিএইচআর সূত্রে খবর, ১৫ অক্টোবরের পরে কিছু টিকিট এখনও মিলছে। কিন্তু যা বোঝা যাচ্ছে, তাতে সেই টিকিটও খুব শীঘ্রই ফুরিয়ে যাবে। দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-র কিছু জয়রাইড রয়েছে। সেগুলিরও বুকিং প্রায় শেষ। তাই পুজোর সময় নতুন ট্রেন দেওয়ার কথা চিন্তাভাবনা করছে ডিএইচআর। ডিএইচআরের ডিরেক্টর একে মিশ্র বলছেন, অক্টোবর মাসের ১৫ দিনের টিকিট বুকিং হয়ে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে। আশা করি দীপাবলিতেও টয়ট্রেনের চাহিদা একইরকম থাকবে। প্রয়োজন বুঝে বাড়তি ট্রেন দেওয়া যেতে পারে।

বর্তমানে প্রায় প্রতিদিনই ২০ থেকে ২৫ জন যাত্রী ট্রেনে এনজেপি থেকে দার্জিলিং যাচ্ছেন। ফেরার ট্রেনেও যাত্রীসংখ্যা প্রায় একইরকম থাকছে। এরই মাঝে সুখবর এসেছে। ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই প্রচুর বুকিং রয়েছে। রেল সূত্রে খবর, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত জয়রাইড এবং এনজেপি-দার্জিলিং ট্রেনে ৮০ শতাংশ বুকিং এখনই হয়ে গিয়েছে। আর ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এনজেপি-দার্জিলিং ট্রেনের টিকিটই নেই। সব বুকড হয়ে ওয়েটিং শুরু হয়ে গিয়েছে। এই ঘটনা এযাবৎকালে প্রথম বলে দাবি করছেন ডিএইচআর কর্তারা।

পুজোর সময় প্রতি বছরই পাহাড়ে পর্যটক আসে। তাই টয়ট্রেনের চাহিদাও থাকে। কিন্তু এবার তা অন্যবারের রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে রেল। ডিএইচআর কর্তাদের অনুমান, অক্টোবর মাসের পরবর্তী ১৫ দিনের টিকিটও খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তাই এই সময়কালের জন্যে যদি বাড়তি ট্রেন দিতে হয় তার জন্যে কী কী করণীয় তা নিয়ে রেলকর্তারা ইতিমধ্যে আলোচনাও সেরে ফেলেছেন।

পর্যটন ব্যবসায়ীদের কাছেও টয়ট্রেন নিয়ে খোঁজখবর করছেন পর্যটকরা। কিন্তু টিকিট বিক্রি হয়ে গিয়েছে শুনে হতাশ হচ্ছেন অনেকেই। তাই পুজোয় বাড়তি টয়ট্রেন চালানো হোক, চাইছেন পর্যটন ব্যবসায়ীরাও। শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল বলছেন, টয়ট্রেন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। অনেকেই খোঁজখবর করছেন। তাঁর মতো অনেকেই দাবি তুলছেন, আরও বেশি করে টয়ট্রেন চালানোর। এখন দেখার, ডিএইচআর সত্যিই তেমন কোনও পদক্ষেপ করে কি না।

Latest News

IND vs AUS: পার্থে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়ার অহংকার চূর্ণ করে সিরিজে এগিয়ে গেল ভারত

পার্থ টেস্টে ক্যাঙ্গারুদের ধরাশায়ী হতে দেখল গোটা বিশ্ব। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫৩৪...

Dead body: ফের ভোরের শহরে উদ্ধার যুবকের দেহ! সামনেই পড়ে আছে বিধ্বস্ত স্কুটার

ফের শহরের বুকে দেহ (Dead Body) উদ্ধার। এবার ইএম বাসপাশে রুবি মোড়ের কাছে এক...

Gaganyaan Mission: গগনযান মিশনে সুখবর! মার্চেই হবে উৎক্ষেপণ, বিজ্ঞানীরা সমুদ্র থেকে দেখবেন, জেনে নিন ইসরোর পরিকল্পনা

গগনযান (Gaganyaan Mission) ভারতের সবচেয়ে বড় মহাকাশ অভিযান। ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী মহাকাশ প্রকল্প 'গগনযান'...

Prashant Kishor: বিহার একটি অসফল রাজ্য, সুদানের সাথে নিজ রাজ্যের তুলনা করলেন প্রশান্ত কিশোর

যুদ্ধ-বিধ্বস্ত সুদানের সঙ্গে তুলনা করে জন সুরাজ নেতা প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, বিহার...

More like this

Dead body: ফের ভোরের শহরে উদ্ধার যুবকের দেহ! সামনেই পড়ে আছে বিধ্বস্ত স্কুটার

ফের শহরের বুকে দেহ (Dead Body) উদ্ধার। এবার ইএম বাসপাশে রুবি মোড়ের কাছে এক...

Kalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ...

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...