নিজস্ব সংবাদদতা, নৈহাটি: সোমবার নৈহাটি গরিফা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্বাচনী প্রচার করতে আসেন বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Sing)৷ সেখানেই তিনি সাংবাদিকদের সামনে পার্থ ভৌমিকের বিরুদ্ধে কড়া ভাষাতে তোপ দাগেন বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ অর্জুন এদিন স্পষ্টত পার্থকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেন ৷
পার্থ ভৌমিক ভোটে জিতলে প্রস্তাবিত মেট্রোরেল কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ করবেন বলে নির্বাচনী প্রচারে বলেছেন। আজ সেই প্রসঙ্গেই অর্জুন সিং বলেন,”পার্থ ভৌমিক সারা জীবন মিথ্যা বলে এসেছেন। তেইশ শ কোটি টাকা, ২হাজার ৩০০ কোটি টাকা এখনও পরে আছে, রাজ্য সরকার ওই জলের পাইপ না সরানোর জন্য টাকাটা এখনও পরে আছে ,যদি সরিয়ে দিত তাহলে অনেক আগেই মেট্রো রেলের কাজ শুরু হয়ে যেত।”
সংবাদ মাধ্যমের তরফে পার্থ ভৌমিকের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, নৈহাটিতে দীর্ঘ বছর ধরে বন্ধ থাকা গৌরীপুর মিল নিয়ে কি বলবেন,তিনি জানান, অর্জুন সিং এর ইন্ধনেই গৌরীপুর মিল বাধা পরেছে। এই ব্যাপারে অর্জুন বাবু বলেন, “দেখুন ও একটা পাগল, বেয়েকুফ, ও জানেনা ইন্ডাস্ট্রির ব্যাপারে। আমি কি উত্তর দেব। একটা ইন্ডাস্ট্রি বন্ধ আছে ১৮০ কোটি টাকা ব্যাঙ্কের বাকি আছে, একটা ইন্ডাস্ট্রির তার ৬০০ কোটি টাকা পিএফ গ্র্যাচুইটি ইএসআই বাকি আছে।”
“এর একমাত্র রাস্তা ছিল যেটা আমি মমতা ব্যানার্জিকে ৭-৮ বছর আগে বলে ছিলাম যে, আপনি এই কারখানাটাকে অ্য়াকুয়ার করে নিন, অ্য়াকুয়ার করে অকসান করুন যে কোন লোক এটা গভঃমেন্টের টার্মস এন্ড কন্ডিশনে বিট করলে কারখানা চলতে পারে। আজকে এই কারখানাতে কিচ্ছু নেই, সব চুরি করে নিয়েছে। ট্রাক লাগিয়ে পার্টস পুরজা, জনসন নিকেলসন, গৌরীপুর সব ওই মাটি পর্যন্ত চুরি করে নিয়েছে। এই কারখানাকে বলছে আমি চালু করাবো। একটা মূর্খ লোক এইসব করতে পারে। মিল নিয়ে মামলা কোর্টে চলছে, একটা গভঃমেন্টের প্রসেস আছে যে, গভঃমেন্ট অ্য়াকুয়ার করে এটাকে চালাতে পারে অন্য কেউ চালাতে পারে না।”
পাশাপাশি বারাকপুর মহকুমার চারটে হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার চিন্তা ভাবনা করছেন বলে প্রচার করছেন পার্থ ভৌমিক, আর সেই হাসপাতাল গুলির উন্নতি নিয়ে সন্ধিহান প্রকাশ করে অর্জুন বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল ত বিএন বোস আছে,কল্যানী,নৈহাটি,গোলঘর সমস্ত সুপার। নৈহাটি হাসপাতালের ডাক্তার বাবুরা ত সকালে মাতৃসদনে বসেন বলে অভিযোগ করেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। তিনি আরও জানান তৃণমূলের ১০ শতাংশ লোক লুটেপুটে খাচ্ছে তাই ৯০ শতাংশ মানুষ এখনোও অবহেলিত। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করছে।