সামনেই লোকসভা নির্বাচন(Lok Sabha Election 2024)। লোকসভার পাশাপাশি রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যার মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বরানগর বিধানসভা কেন্দ্র।
পল্লব হাজরা, বরানগর: প্রচণ্ড দাবদাহের সাথে সাথে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এই বরানগর কেন্দ্র জুড়ে। জনসংযোগে একটি মুহূর্ত নষ্ট করতে চাইছেন না শাসক থেকে বিরোধী পক্ষ। আর তাতেই মাঝে মাঝে অভিযোগের সুর সপ্তমে বিরোধীদের। প্রচারে বেরিয়ে বরানগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ অভিযোগ করেন লক্ষ্মী ভান্ডারের পুরো টাকাটাই জলে। তার যুক্তি বর্ষায় বরানগরের অধিকাংশ অংশই থাকে জলের তলায়। মানুষ পানীয় জল টুকুও কিনে পান করেন।
যদিও পাল্টা উত্তর দিতে দেরি করনে নি এই কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, উন্নয়নের মানে তারা বোঝেন না। তাই সব সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে গালমন্দ করতে তারা ব্যস্ত। এই করেই তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আমাদের প্রকল্প গুলি তারা আজ নকল করে।