সিকিমে (Sikim) বেড়াতে গিয়ে কলকাতার এক মহিলা ও তাঁর আড়াই বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পর্যটকদের একটি গাড়ি সিকিমে (Sikim) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুজনের মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে। ঘটনায় (Sikim) চার জন আহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। তাঁদের গ্যাংটকের (Sikim) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গিয়েছে (Sikim) । জানা গিয়েছে সিকিমের (Sikim) লামাটিন বলে একটি জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে।
শনিবার সিকিমের আরিটার থেকে রোলেপের দিকে যাচ্ছিল পর্যটকবোঝাই একটি ছোট গাড়ি। জানা গিয়েছে গাড়িটিতে পর্যটক সহ ছয় জন ছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কম আলো ও কুয়াশার কারণে গাড়িটি খাদে পড়ে যায়। খবর পেয়েই প্রাথমিকভাবে অন্যান্য গাড়ির চালকরা উদ্ধারকাজ শুরু করেন। গাড়ি থেকে আরোহীদের বের করে আনা হয়। ঘটনাস্থলেই পায়েল শ্যামল নামের এক মহিলা ও তাঁর আড়াই বছরের শিশুকন্যার। আহতদের উদ্ধার করে গ্যাংটকে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে।
সিকিমে পর্যটকদের সুরক্ষা নিয়ে গত কয়েকবছর ধরে প্রশ্ন উঠছে। এই দুর্ঘটনা নতুন করে সেই প্রশ্নকে উসকে দিয়েছে। পর্যটকদের নিরাপত্তাকে সামনে রেখে সিকিম সরকার ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাথু লা সহ বেশি উচ্চতার জায়গাগুলিতে যেতে গেলে পর্যটকদের গাড়িগুলিকে বিশেষ নিয়ম মানতে হবে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে হবে। সূর্যাস্তের আগে গন্তব্যে পৌঁছাতে হবে সিকিম প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পর্যটক বোঝাই গাড়িতে বরস সরানো জন্য বেলচা ও চেন রাখতে হবে বলেও সিকিম প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।