Wednesday, October 30, 2024
Homeজেলার খবরআদালত অবমাননার দায়ে বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা

আদালত অবমাননার দায়ে বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা

Published on

বার্লা হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিজেপি সাংসদ যাঁর নামে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে নিন্ম আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি হল।

 

জেলা ডেস্ক:  আদালত অবমাননার (Contempt of Court) দায়ে আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ (BJP MP) জন বার্লার (John Barla) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারি করল তুফানগঞ্জ আদালত (Tufanganj court)।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha elections) সময় নির্বাচনী বিধিভঙ্গের দায়ে (violation of model code of conduct) বিজেপি সাংসদ (BJP MP) ও কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের (Union Minister of State for Minority) রাষ্ট্রমন্ত্রী জন বার্লার নামে কোচবিহার জেলার (CoochBehar district) তুফানগঞ্জ আদালত (Tufanganj court) শুক্রবার ওই গ্রেফতারি পরোয়ানা জারি করে।

 

সরকারি আইনজীবী সঞ্জয় বর্মনের কথায়, ২০১৯ সালের ৪ এপ্রিল তুফানগঞ্জের ব্লক ডেভলপমেন্ট অফিসের চত্বরে একটি মোটর সাইকেল মিছিল বের করা হয়। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লা ওই মিছিলে হাজির থেকে নির্বাচনী বিধিভঙ্গ করেন। তার জেরে জন বার্লা-সহ চার ব্যক্তির নামে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে স্থানীয় বক্সীরহাট পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের হয়। এর ভিত্তিতে তুফানগঞ্জের সাব ডিভিশন আদালত জন বার্লার বিরুদ্ধে একটি সমন জারি করে তাঁকে ১৫ নভেম্বর কোর্টে হাজিরা দিতে নির্দেশ দেয়।

কিন্তু, সমন পাওয়ার পরেও জন বার্লা বা তাঁর কোনও আইনজীবী ওই দিন আদালতে হাজির হননি। তাই আদালত অবমাননার দায়ে তুফানগঞ্জের সাব ডিভিশন আদালতের বিচারক বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন।

 

এপ্রসঙ্গে সরকারি আইনজীবী বর্মন জানান, আদালতের রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে জন বার্লা নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেছেন। তাঁর কথায়, আমি দেশের বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করি। এর আগে আমি ৪৫ দিন জেলের মধ্যে ছিলাম। আমার বিরুদ্ধে জারি হওয়া এই গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন।

 

যদিও এপ্রসঙ্গে তৃণূমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার কোনও প্রশ্নই নেই। আইন তার নিজের পথেই চলবে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, বার্লা হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিজেপি সাংসদ যাঁর নামে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে নিন্ম আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি হল। এর আগে নভেম্বরের ১৪ তারিখ আলিপুরদুয়ার জুডিসিয়াল থার্ড কোর্ট ২০০৯ সালের একটি পুরনো মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ছিল।

 

 

 

 

 

 

Latest articles

Petrol-Diesel Prices: কমবে পেট্রোল-ডিজেলের দাম, দীপাবলির আগে বড় ঘোষণা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর

পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ে বড় ঘোষণা খোদ পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। এক্স হ্যান্ডেলে...

LAC Update: ডেমচক ও দেপসাং-এ ভারত-চিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া প্রায় শেষের পথে

কয়েক দিন আগে শুরু হওয়া ভারতীয় ও চিনা (LAC Update) সৈন্যদের মধ্যে দেপসাং এবং...

PM Narendra Modi: দুই দিনের গুজরাট সফরে মোদী, ২৮০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ৩০-৩১ অক্টোবর গুজরাট সফর করবেন। ৩০ অক্টোবর, তিনি...

Salman Khan: আবারও সলমন খানকে হত্যার হুমকি, ২ কোটি টাকা দাবি

বেশ কিছুদিন ধরে অস্বস্তিতে দিন কাটাচ্ছেন সলমন খান (Salman Khan)। বলিউড সুপারস্টারকে বারবার প্রাণনাশের...

More like this

Sandeep Ghosh: MBBS সিলেকশনেও দুর্নীতি! সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও বড় প্রমাণ সিবিআইয়ের হাতে

আরজি করে দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। এবার সন্দীপ ঘোষের (Sandeep Ghosh)...

Calcutta High Court: শিরদাঁড়া আঁকা টিশার্ট পরা চিকিৎসকের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না, নির্দেশ হাইকোর্টের

আরজি কর কাণ্ডে ফের আর একবার হাইকোর্টে (Calcutta High Court) মুখ পুড়ল কলকাতা পুলিশের।...

Woman harassment: ইঞ্জেকশন দিয়ে লাগাতার ধর্ষণ! কাঠ গোড়ায় খোদ চিকিৎসক

আরজি কর ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় রাজ্য। জুনিয় চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষ আন্দোলন করে...