তিমিরকান্তি পতি, বাঁকুড়া: দলের কর্মীদের হাতেই আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। বাঁকুড়ার পাত্রসায়র থানার বালসি এলাকার ঘটনা। যদিও আক্রান্তকে দলের কর্মী হিসেবে মানতে চাননি জেলা বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, দলে কোনও কোন্দল নেই। এখন সকলেই নিজেকে বিজেপি বলে দাবি করছেন।
আক্রান্ত বুদ্ধদেব পাল অতীতে তৃণমূলে ছিলেন। তৃণমূলের টিকিটে জিতে বালসি গ্রাম পঞ্চায়েতের প্রাধানও হয়েছিলেন। তবে বর্তমানে নিজেকে বিজেপির যুব মোর্চার জেলা কমিটির সদস্য বলে দাবি করেন। ২০১৯ সালে লোকসভা ভোটের সময়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে দাবি করেন।
এ দিনের ঘটনা প্রসঙ্গে বুদ্ধদেব বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় বালসি মোড়ের দোকানে বসেছিলাম। ঠিক তখনই কয়েক জন দুষ্কৃতী হামলা চালায়। এই দুষ্কৃতীরা এক সময় সিপিএমের হার্মাদ হিসেবে এলাকায় পরিচিত ছিল। এখন বিজেপিতে নাম লিখিয়ে আমাকে মারধর করছে। ওই দুষ্কৃতীরা রড, টাঙি, লাঠি নিয়ে হামলা চালিয়েছে।’ রাতেই বুদ্ধদেবকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এই ঘটনার পরে পাত্রসায়রে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। এ প্রসঙ্গে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘বিজেপির এখন ঘরে ঘরে গোষ্ঠী। বিজেপির অত্যাচারে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত। আদি ও নব্য বিজেপির এই দ্বন্দ্ব সাধারণ মানুষ বুঝতে পারছেন।’ যদিও দলের কেউ আক্রান্ত বলে জানা নেই, দাবি বিজেপির রাঢ় বঙ্গ জোন কমিটির কনভেনার পার্থ কুণ্ডুর। তাঁর বক্তব্য, ‘এখন সবাই নিজেকে বিজেপি বলে দাবি করছে। তবে আমাদের দলের কোনও কার্যকর্তা আক্রান্ত, এমন খবর আমাদের কাছে নেই। বিজেপির গোষ্ঠী কোন্দল বলে রটিয়ে তৃণমূল অপপ্রচার করছে।’