Thursday, October 10, 2024
HomeবাংলাদেশBangladesh: প্রধানমন্ত্রীর আনারস ও ড্রাগন ফল পাঠালেন ত্রিপুরা ও মিজোরামের মূখ্যমন্ত্রী

Bangladesh: প্রধানমন্ত্রীর আনারস ও ড্রাগন ফল পাঠালেন ত্রিপুরা ও মিজোরামের মূখ্যমন্ত্রী

Published on

আবু আলী, ঢাকা:  ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিউভেরাইটি জাতের আনারস পাঠিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭৫০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়। অন্যদিকে মিজোরামের মূখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ১০০ কেজি ড্রাগন ফল পাঠিয়েছেন।

ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার একটি বাগান থেকে মোট ১০০টি প্যাকেটে ৭৫০ কেজি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানিক সাহার পক্ষ থেকে উপহার হিসেবে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক দীপক বৈদ্যের নেতৃত্বে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারসগুলো নিয়ে আসে। ১০০টি কার্টনে মোট ৭৫০ কেজি আনারস ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের অ্যাটাচে মণীশ সিংয়ের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন উপহারের আনারসগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। এর আগে গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৮০০ কেজি আম্রপালি জাতের আম পাঠিয়েছিলেন।

ত্রিপুরার ফ্রুট কালচারের সহকারী পরিচালক দীপক বৈদ্য বলেন, ‘দুই দেশের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্তের বহিঃপ্রকাশ হচ্ছে হচ্ছে ফল আদান-প্রদান। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারস পাঠাচ্ছেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন। আমরা এ আনারস পাঠিয়ে গর্ববোধ করছি। আশা করছি, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে।’

আনারসগুলো হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আনিসুল হক ভূঁইয়া, আগরতলা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা প্রাণেশ ধর, ত্রিপুরার ১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ শিং, আখাউড়া আইসিপি ইনচার্জ সুবেদার কামাল হোসেন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ আবু বক্কর প্রমুখ।

অন্যদিকে মিজোরামের মূখ্যমন্ত্রীর উপহারের ১০০ কেজি ড্রাগন ফল গোহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর কাছে হস্তান্তর করেন মিজোরামের মূখ্যমন্ত্রীর ডেপুটি রেসিডেন্ট কমিশনার ড. মালসালুয়াঙ্গু। এর আগে মিজোরামের মূখ্যমন্ত্রীর জন্য ২০০ কেজি আম রূপালী উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Latest articles

Ratan Tata & Cricket: ক্রিকেটারদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রতন টাটা

ভারতীয় শিল্পপতি রতন টাটা (Ratan Tata & Cricket) বুধবার রাতে ৮৬ বছর বয়সে মারা...

JP Nadda: সপ্তমীতেও জুনিয়র চিকিৎসকদের অনশন অব্যাহত! এরমধ্যেই রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

জুনিয়র চিকিৎসকদের অনশন অব্যাহত রয়েছে (JP Nadda)। জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায়...

Ratan Tata Died: “পুরো তাজ হোটেল বোমা মেরে উড়িয়ে দিন, কিন্তু একজনও সন্ত্রাসবাদী যেন বাঁচতে না পারে”, ২৬/১১ ঘটনায় মানুষের হৃদয় জিতেছিলেন রতন টাটা

দেশের বিখ্যাত ব্যবসায়ী টাইকুন রতন টাটা (Ratan Tata Died) বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে...

Weather Update: সপ্তমী ও অষ্টমী ভাসতে পারে বাংলা! বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত

শারদীয়ার উৎসবে মেনে উঠেছে সাধারণ মানুষ (Weather Update)। দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে ভিড় শুধু চোখে...

More like this

JP Nadda: সপ্তমীতেও জুনিয়র চিকিৎসকদের অনশন অব্যাহত! এরমধ্যেই রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

জুনিয়র চিকিৎসকদের অনশন অব্যাহত রয়েছে (JP Nadda)। জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায়...

Weather Update: সপ্তমী ও অষ্টমী ভাসতে পারে বাংলা! বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত

শারদীয়ার উৎসবে মেনে উঠেছে সাধারণ মানুষ (Weather Update)। দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে ভিড় শুধু চোখে...

Aparna Sen: আপনি একবার এখানে আসুন! অনশন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বার্তা অপর্ণা সেনের

চারদিন ধরে অনশন করছেন সাত জন জুনিয়র চিকিৎসক। জুনিয়র চিকিৎসদের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি...