নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি, আহত এক তৃণমূল কর্মী

নিজস্ব প্রতিনিধি, নৈহাটিঃ   শনিবার সকালে প্রকাশ্য দিবালোকে নৈহাটি স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন জনবহুল এলাকায় দুটি তৃণমূল পাটি অফিসে ব্যাপক বোমাবাজি করলো দুষ্কৃতীরা । এই ঘটনায় পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমার স্প্লিন্টার লেগে আহত হয়েছে এক তৃণমূল কর্মী।

এই ঘটনার জেরে যথেষ্টই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বোমাবাজির ঘটনা শুনে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ আসতেই তৃণমূল কংগ্রেস কর্মী এবং স্থানীয়রা পুলিশকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা রয়েছে খবর পেয়ে ছুটে আসেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক আসেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নৈহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক অশোক চ্যাটার্জী এবং নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে।

দলের শীর্ষস্থানীয় নেতাদের দেখে বিক্ষোভ দেখাতে বিরত থাকেন স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীরা। তবে এই বোমাবাজির ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক চ্যাটার্জী।

অন্যদিকে, বিজেপির রাজ্য সহ সম্পাদিকা তথা নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র পাল্টা অভিযোগ করে বলেন, কাউন্টিং এর আগের দিন নিজেদের দলীয় কার্যালয়ের বোমাবাজি করে বিজেপির কাউন্টিং এজেন্ট দের আটকানোর চেষ্টা। তৃণমূল জানে তারা হেরে গিয়েছে।ভোটের সময় কিছু করতে পারেনি কারণ, লাইনে দাঁড়িয়ে মানুষ তাদের নিজের ভোট নিজেরা দিয়েছেন।তবে এই বোমাবাজির ঘটনায় নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগের দিনই যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়লো নৈহাটি বিধানসভা এলাকা।

Google news