জাল পাসপোর্ট নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে (Bangladeshi)। কেন্দ্রীয় গোয়েন্দা, পুলিশ, বিএসএফ জাল পাসপোর্ট চক্রের একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে (Bangladeshi)। অন্যদিকে বাংলাদেশ (Bangladeshi) থেকে ভারতে অনুপ্রবেশের সঙ্গে সংখ্যা বেড়ে গিয়েছে। সেই অবৈধ অনুপ্রবেশকারীদের (Bangladeshi) মধ্যে জঙ্গিরা রয়েছে বলে গোয়েন্দারা বার বার সতর্ক করেছে। এই পরিস্থিতিতে জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে (Bangladeshi)। এই উত্তেজনার মধ্যে পার্কস্ট্রিট থেকে এক অবৈধ বাংলাদেশী (Bangladeshi) শরণার্থীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মার্কুইস্ট্রিট এলাকা থেকে মহম্মদ আবিদুর রহমান নামের এক বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করেছে। তবে এই উত্তেজনার মধ্যে সে ভারতে আসেনি। ২০২৩ সাল থেকে ওই ব্যক্তি ভারতে এসেছেন। কলকাতার খিদিরপুরে থাকতে শুরু করেছেন। ধৃত ব্যক্তির কাছ থেকে জাল আধার কার্ড, রেশন কার্ড ও ভোটারকার্ড পুলিশ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সাল থেকে খিদিরপুরে থাকলেও গত ১২ বছর ধরে ওই ব্যক্তি এই পরিচয় পত্র নিয়েই বাংলাদেশ ও ভারতে যাতায়াত করত। কিন্তু জাল নথি প্রকাশ পেতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কী উদ্দেশ্য নিয়ে অভিযুক্ত ব্যক্তি কলকাতায় থাকছিলেন? তবে কি তিনি দেশে কোনও ষড়যন্ত্রের ছক কষছিলেন, সেই বিষয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত করতে শুরু করেছে।
অন্যদিকে অনুপ্রবেশকারী ধরতে নদিয়ায় জোরদার অ্যাকশনে পুলিশ। বৃহস্পতিবারের পরে শুক্রবারেও নদিয়া থেকে ছয় জনকে নদিয়ার পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। জান গিয়েছে, গ্রেফতার হওয়া ছয় জনের মধ্যে তিন জন অনুপ্রবেশকারী ও তিন জন দালাল চক্রের সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি ও গাংনাপুর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। তাতেই মেলে সাফল্য। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ থেকে একাধিক জঙ্গি ভারতে এসেছে বলে গোয়েন্দারা আতঙ্ক প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, বাংলার মুর্শিদাবাদকে ভিত্তি করেই বাংলাদেশর জঙ্গিরা ভারতে তাদের সংগঠন মজবুত করতে চাইছে। ইতিমধ্যে জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।