পল্লব হাজরা, বরানগর: সম্পত্তির লোভে মা বাবা দিদির উপর চড়াও পরে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরানগর ১৮নং ওয়ার্ডের ডাক্তারবাগান অঞ্চলে। অভিযুক্তর নাম বাবলু দে ।পেশায় একজন ইলেকট্রিশিয়ান(Electrician)।
ঘটনায় আতঙ্কিত হয়ে ছেলের নামে বরাহনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বৃদ্ধ দম্পতি। বৃদ্ধ বাবা বাদল দে জানান,ছেলে বিজেপি দল করে। সম্পত্তি ছেলের নামে লিখে দেওয়ার জন্য মাঝে মধ্যেই ছেলে চড়াও হয় তাদের উপর। এমনকি লাঠি দিয়েও মারতে আসে। খাবার খেতেও দেন না । এখন ঘরে ঢুকতেও রীতিমতো ভয় লাগে। এর আগেও ছেলের এই অত্যাচারের কথা স্থানীয় পুরপ্রতিনির সহ পুলিশকে জানালে তেমন ফল মেলেনি।
ওপর দিকে অভিযুক্ত বাবলু দে বললেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সম্পত্তির উপর যদি লোভ থাকত তাহলে একই ওয়ার্ডে তিনি বাড়ি ভাড়া করে থাকতেন না বরং নিজের বাড়ি আঁকড়ে ধরে থাকতেন। তবে তিনি দাবি করেন তিনি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। যেহেতু তিনি বিজেপি দল করে তাই তৃণমূলের কিছু নেতার উস্কানিতে এই পরিস্থিতি । তিনি আরও বললে চলতি বছরে ২৫ জানুয়ারি বিজেপির দলীয় কার্যালয় তৃণমূলের কাছ থেকে পুনঃউদ্ধার করার জন্য এই চক্রান্ত। আগেও দিদি বাড়ি এসে অশান্তি করায় দিদির নামে থানায় অভিযোগও করেছেন বাবলু দে।
স্থানীয় পুরপ্রতিনিধি সুনাথ বিশ্বাস ঘটনার নিন্দা করে বলেন, বাবলু দে ১৮নং ওয়ার্ডের বিজেপি নেতা। বাবা মা-র অত্যাচারের ঘটনার কথা কানে এসেছে। যেহেতু পারিবারিক বিবাদ তাই বৃদ্ধ দম্পতিকে পুলিশের কাছে দ্বারস্থ হতে বলেছি। আইন আইনের মত কাজ করবে।
পাশাপাশি বিজেপি নেতার বাবা-মাকে এইভাবে মারধরের ঘটনায় বিজেপি নেতা কিশোর কর জানান ঘটনার কথা এখনও পর্যন্ত তার কাছে স্পষ্ট নয়। তবে যে দল করুক না কেন মা-বাবাকে মারধর করা একদমই উচিত নয়। ঘটনার তদন্ত করে আইনত ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন।