পল্লব হাজরা,বরাহনগর: শনিবার সকালে মল্লিক কলোনির একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বরাহনগর থানার পুলিশ।মৃতের নাম উজ্জ্বল দত্ত(৪৭) পেশায় তিনি মিস্ত্রি বলে জানা যায়। এদিন সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ২০৭/৩ মল্লিক কলোনির ওই ফ্ল্যাটে। বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ফ্ল্যাটের দরজা ভেঙে তিনতলা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘরের মেঝেতে মিলেছে রক্তের দাগ। স্থানীয় বাসিন্দারা জানান স্ত্রীকে নিয়ে ফ্ল্যাটে ভাড়া থাকতেন উজ্জ্বল দত্ত।
দাম্পত্য জীবন খুব একটা সুখের ছিলনা বলেও প্রতিবেশীরা অনেকে দাবি করেন। তবে মৃতদেহ উদ্ধারের সময় উজ্জ্বল বাবু একাই ছিলেন। প্রতিবেশি হিসাবে ভালো মানুষ ছিলেন উজ্জ্বল দত্ত। দুর্গন্ধের তীব্রতা বেশি হওয়ায় মৃত্যু বেশ কিছু দিন আগে হয়েছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জনবহুল এলাকায় ঘটনাটিকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মানসিক অবসাদ নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ তা নিয়ে তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ।