দুর্গাপুজো সবথেকে ধুমধাম করে আয়োজন করা হয় পশ্চিম বাংলাতেই। সেই বাংলাতেই নারীর লাঞ্ছিত হওয়ার ঘটনায় উত্তাল রাজ্য। একদিকে নারীর সম্মানহানী অপরদিকে নারীশক্তির আরাধনা। এমন পরিস্থিতিতে দুর্গাপূজা করা নিয়ে দ্বিখণ্ডিত সমাজের মানুষ। যদিও সাধারণ বাঙালি থেকে সেলিব্রিটি সকলের কাছেই দুর্গাপুজোর দিনগুলি খুবই বিশেষ। সকলেই সারা বছর অপেক্ষা করেন এই কয়েকটা দিনের জন্য। অনেক মানুষের রুটি রুজির সংস্থান জড়িয়ে আছে দুর্গাপুজোর এই দিনগুলির সঙ্গে। এই প্রসঙ্গেই মুখ খুললেন সাংসদ তথা অভিনেতা দেব।
এই শারদ উৎসবের সময়েই রিলিজ হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব। এই ছবির টিজার লঞ্চের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা।
রাজ্যের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিত নিয়ে প্রশ্ন করা হলে দেব বলেন,“উৎসব হল মানুষকে একত্রিত করার জন্য। মানুষের মনে প্রতিবাদ থাকলে, সেটাও উৎসবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসব মানে এই নয় যে, কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে। কিন্তু আমাদেরও তো কাজ করতে হবে। সকলেই তো রোজ চাকরি করতে যাচ্ছেন। কত মানুষের রুজিরুটি জড়িয়ে এই দুর্গাপুজোর সঙ্গে। আমাদের কাছে পাঁচ দিনের খরচ মনে হলেও কিছু মানুষের সংসার চলে এই পাঁচ দিনের রোজগারে। তাই বাংলার মানুষের মুখ চেয়েই পুজো হোক। মানুষের বিরুদ্ধে তো যেতে পারব না। একটা বিচার পাওয়ার জন্য বাংলার বাকি মানুষের সঙ্গে অবিচার করা উচিত নয়।”
দেব এও বলেন যে, “আর জি কর ঘটনার সমাধান নবান্ন ঘেরাও করে হবে না। দেশের আইনে বদল আনতে হবে। মানুষ যাতে এমন ঘটনা ঘটাতে ভয় পায়, তেমন কিছু করতে হবে।”