Accident: তমলুকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত ১, নিখোঁজ ১

car accident in Tamluk, 3death one injured and 1 missing

নিজস্ব প্রতিনিধি,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। আহত হয়েছেন আরও একজন।

পুলিশ জানিয়েছে মৃতরা হলেন তমলুক থানার শ্রীরামপুর গ্রামের বাসুদেব মাঝি (৩০), পরমানন্দপুর গ্রামের বিদ্যুৎ শাসমল ( ৪৬) ও উওর চাংরাচক গ্রামের চিত্তরঞ্জন প্রামাণিক (৩৫)। বাকী একজন আহত শিবু হাজরা। মর্মান্তিক দুর্ঘটনার (Accident) পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনটি মৃতদেহ উদ্ধার করেময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনায় গাড়ির চালক নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

স্থানীয় সূএের খবর, বুধবার বিকালে একটি প্রাইভেট গাড়ি তমলুকের দিকে আসছিল। তমলুক শ্রীরামপুরের কাছে আসতেই প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পুকুরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হলেও, হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসক  আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ি চালক নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে তমলুক থানার পুলিশ।

তমলুক থানার এক পুলিশ আধিকারীক বলেন “সম্ভবত গাড়িটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করছি। দুর্ঘটনার ফলে তিনজনের মৃত্যু হয়েছে। সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছি “!

স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী রাজকুমার মাইতি বলেন ” হঠাৎ বিকট আওয়াজ শুনে ছুঁটে আসি। এরপর দেখি পুকুরের মধ্যে একটি গাড়ি নেমে গিয়েছে। দ্রুত উদ্ধার কাজে হাত লাগাই “!

Google news