চলন্ত গাড়িতে আগুন, যশোর রোডে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদন: চলন্ত গাড়িতে আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল গাইঘাটা থানা এলাকায়। ব্যস্ত রাস্তার মাঝে হঠাৎ গাড়িতে আগুন জ্বলতে দেখে হকচকিয়ে যান অন্যান্য গাড়ি চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার জেরে যশোর রোডের তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি কলকাতা দিক থেকে পেট্রাপোল সীমান্তের দিকে যাচ্ছিল। গাইঘাটা থানার সামনে থেকেই লরিটিতে আগুন দেখতে পাওয়া যায়। গাড়িতে তুলো ভর্তি থাকায় অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দেযন। আশপাশের লোকজন দৌড়ে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় দমকল কেন্দ্রে।

এর পরে গোবরডাঙা ও হাবরা দমকলের দু’টি গাড়ি ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তুলো বোঝাই লরিটির উচ্চতা বেশি হওয়ায় রাস্তার বিদ্যুতের তার স্পর্শ করে এবং শটসার্কিট থেকেই আগুন লাগে। গাড়িতে থাকা সমস্ত তুলো নষ্ট হলেও কোনও হতাহতের খবর নেই।

Google news