২১-এর লক্ষ্যে মমতার উন্নয়নকেই হাতিয়ার করে এগোচ্ছে নদিয়ার তৃণমূল

সমীর সাহা, নদিয়াঃ আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুজোর পর পরই তৃণমূল নেতা কর্মীরা রীতিমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্ম তুলে ধরে প্রচার শুরু করলেন। রবিবার কৃষ্ণগঞ্জের তালদহ মাজদিয়া পঞ্চায়েতে অদ্বিতীপুর দাসপাড়াতে কর্মী সভা করলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।

আজ থেকেই ৮৮ কৃষ্ণগঞ্জ বিধানসভার ১৫ টি অঞ্চলের কর্মী সভা শুরু করলেন তারা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন প্রথম পযায়ে কৃষ্ণগঞ্জের তালদহ মাজদিয়া পঞ্চায়েত এলাকায় সভা করেন তৃণমূল নেতৃত্ব।উপস্থিত ছিলেন ব্লক সভাপতি লক্ষণ ঘোষচৌধুরী, তৃণমূল ব্লক যুব সভাপতি শুভদীপ সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

ব্লক সভাপতি লক্ষণ ঘোষ বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবন উৎসর্গ করে সব সময় রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছেন। রাস্তাঘাট, শিক্ষা,স্বাস্থ্য সহ সব কিছুই উন্নতি সাধন করেছেন। লক্ষনবাবু বলেন দলীয় নেতাকর্মীদের বিভেদের কারনে নির্দল প্রার্থীদের ভোট কাটাকাটিতে আমরা এই ব্লকে সামান্য ভোটে পিছিয়ে ছিলাম। তিনি বলেন, অনেকেই নিজেদের ভুল বুঝে পুনরায় দলে ফিরে এসেছেন। তিনি মনে করিয়ে দেন ৩৪ বছরে বামফ্রন্ট সরকার রাজ্যটাকে শেষ করে দিয়েছিল। যাদের বিরুদ্ধে লড়াই করে মানুষ তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন।

আজ সেই সিপিএমের লোকজনই জামা পাল্টে বিজেপি হয়েছে।তারাই আজ মাতব্বরি করছে।তৃণমূল ব্লক যুব সভাপতি শুভদীপ সরকার বলেন কন্যাশ্রী,রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পে মানুষ উপকৃত হয়েছেন। করোনার সময় মানবিক মুখ্যমন্ত্রী মানুষকে দিচ্ছেন রেশন,আর সেই সময় টিভিতে প্রধানমন্ত্রী দিচ্ছেন ভাষণ

Google news