Ichapur Utsab: আগামী ২৩ শে শুরু হতে চলেছে Hello Ichapur- আমার শহর প্রানের শহর এর উদ্যোগে ইছাপুর উৎসব

নিজস্ব প্রতিনিধি,ইছাপুর: জানুয়ারি মাস মানেই  উৎসবের মাস। স্বাভাবিকভাবেই নতুন বছরের শুরু থেকেই সারা রাজ্যের মানুষ গা ভাসিয়েছে উৎসবে। কলকাতা সহ উত্তর শহরতলি এবং জেলা জুড়ে বিভিন্ন শহরে চলছে একের পর এক উৎসব। এবার তারকাখচিত উৎসবের জোয়ারে গা ভাসাতে প্রস্তুত হচ্ছে উত্তর ২৪ পরগনার আপামর ইছাপুরবাসী।

“Hello Ichapur- আমার শহর প্রানের শহর” এর উদ্যোগে  আগামী ২৩ শে জানুয়ারি থেকে ইছাপুর ষ্টেশন সংলগ্ন আয়ুধ পার্কে আয়োজিত হতে চলেছে ইছাপুর উৎসব ২০২৪(Ichapur Utsab)। পিঠে পুলি উৎসব দিয়ে শুরু করে এবার ৫ম বর্ষে পা রাখল ইছাপুর উৎসব ((Ichapur Utsab)। উৎসবের প্রতিদিন দর্শকদের মনোরঞ্জনের জন্য কারা থাকছেন বা কি ধরণের অনুষ্ঠান হতে চলেছে তা সবটাই সাংবাদিক সম্মেলন করে জানালেন আয়োজকেরা। কমিটির  যুগ্ম সম্পাদক সমরেশ বিশ্বাস বলেন ….. নিচের দেওয়া ভিডিও দেখুন

Google news