IND Vs BAN: চমক দেখাচ্ছে বাংলাদেশ, রোহিত-বিরাটকে সাজঘরে ফেরাল হাসান মাহমুদ

পাকিস্তান থেকে যে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছিল বাংলাদেশের (IND Vs BAN) বোলাররা, সেটাই কার্যকর হতে দেখা গেল চেন্নাইয়ের পিচে। প্রথম টেস্টের প্রথম সেশনেই ব্যাপারটা স্পষ্ট করে দিল বাংলাদেশের বোলাররা। ম্যাচের প্রথম ১০ ওভারেই একে একে ফিরলেন শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা এবং অবশ্যই কিং কোহলি। ভারতের ব্যাটিং লাইনআপের শুরুটা একাই ধসিয়ে দিলেন বাংলাদেশের পেসার হাসান মাসুদ।

Image

এদিন সকালে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের (IND Vs BAN) অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শুরু থেকেই হাসান মাহমুদের বল স্বস্তি নিয়ে খেলতে পারছিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। একটু বেশি সাবধানী মনে হচ্ছিল। চতুর্থ ওভারে এলবিডব্লু হওয়া থেকে বেঁচেছেন। রিভিউ নিয়েও তাঁর উইকেটটি পায়নি বাংলাদেশ (IND Vs BAN)। কিন্তু ষষ্ঠ ওভারে রোহিতকে (১০ বলে ৬) তুলে নিলেন হাসান। স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুলের হাতে। দারুণ টেস্ট ম্যাচসুলভ উইকেট!

IND vs BAN Tickets: How to get tickets for India vs Bangladesh 1st Test?

এরপর ৮ বল খেলে ০ রানে ফিরলেন গিল। শুভমান গিলের পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। গিল ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন। তাঁর ব্যাটের কানা নিয়ে বল জমা পড়েছে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ভারত তখন ৮ ওভারে ২ উইকেটে ২৯।

১০ম ওভারে তাঁর অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে আউট হলেন কোহলি। ভারত ১০ ওভারে ৩ উইকেটে ৩৪ রান।

এই মুহূর্তে ক্রিজে আছেন ওপেনার যশস্বী জয়সওয়াল (২৪*) এবং উইকেট কিপার ঋশভ পন্থ (১৩*)। ভারতের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৫৭।India vs Bangladesh Live Score From 1st Test, Day 1: Mahmud Triple-strike Leaves IND in Trouble, Kohli Exits - News18

 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, রিশাভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মহম্মদ সিরাজ।