আজ ২ আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের (IND Vs SL) প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। এই ম্যাচে দলে ফিরছেন দুই ভারতীয় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনেই শেষবার দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন গত ২৯ জুন টি২০ বিশ্বকাপের ফাইনালে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়ে একমাসের বেশি সময় পর আজ ফের মাঠে নামছেন রোহিত-বিরাট। টিম ইন্ডিয়ায় দ্রাবিড় যুগ শেষ হওয়ার পর আজই প্রথমবার ময়দানে রোহিত-বিরাট-গম্ভীর ট্রায়ো।
T20I Series ✅
It's now time for ODIs 😎🙌#TeamIndia | #SLvIND pic.twitter.com/FolAVEn3OG
— BCCI (@BCCI) August 1, 2024
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার (IND Vs SL) মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ম্যাচটি ভারতীয় সময় দুপুর ২:৩০ টায় শুরু হবে। এটি ২০২৪ সালে টিম ইন্ডিয়ার প্রথম ওডিআই ম্যাচ। অর্থাৎ, অষ্টম মাসে পৌঁছে টিম ইন্ডিয়া বছরের প্রথম ওডিআই ম্যাচ খেলতে নামবে। সেই হিসেবে বিরাট-রোহিত সহ টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন গত বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদে। এর মাঝে টিম ইন্ডিয়া কেবল টেস্ট ও টি-২০ ম্যাচ খেলেছে।
𝙏𝙝𝙞𝙨 𝙞𝙨 𝙮𝙤𝙪𝙧 𝘾𝙖𝙥𝙩𝙖𝙞𝙣 𝙍𝙤𝙝𝙞𝙩 𝙎𝙝𝙖𝙧𝙢𝙖 𝙨𝙥𝙚𝙖𝙠𝙞𝙣𝙜!🎙️ 🫡#TeamIndia | #SLvIND | @ImRo45 pic.twitter.com/jPIAwcBrU4
— BCCI (@BCCI) August 2, 2024
গত মাসে টি২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল দুটি টি২০ সিরিজ খেলেছে। বিশ্বকাপের পরপরই ভারতীয় দল পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য জিম্বাবুয়ে সফর করে। জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজের জন্য শুভমান গিলকে ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND Vs SL) তিন ম্যাচের টি২০ সিরিজ খেলে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের আগে টিম ইন্ডিয়া (IND Vs SL) তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। এই সিরিজে ভারত জিতেছিল ৩-০ ব্যবধানে। এখন মেন ইন ব্লু’র সামনে ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ রয়েছে। ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।