সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার (IND Vs SL) দেওয়া ২৪০ রানের ছোটো টার্গেট করে জয় তুলে নিতে ব্যর্থ হল ভারত। রোহিত-বিরাটদের কোচের দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরের অধীনে প্রথম পরাজয় টিম ইন্ডিয়ার। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ টাই হয়। এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও শ্রীলঙ্কাকে নাগালের মধ্যে বেঁধে রাখে ভারতের (IND Vs SL) বোলাররা। তবে এবারও ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে ৩৬ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ল ভারত। ভারতের আধা ব্যাটিং লাইন একাই ধরাশায়ী করলেন শ্রীলঙ্কার স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে।
রবিবার কলম্বোয় টস-ভাগ্য সঙ্গ দেয় শ্রীলঙ্কার। যেহেতু পিচে শেষ ইনিংসে ব্যাট করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, তাই টস জিতে শ্রীলঙ্কা দলনায়ক চরিথ আসালাঙ্কা ভারতকে রান তাড়া করার আমন্ত্রণ জানাতে দু’বার ভাবেননি। শ্রীলঙ্কা (IND Vs SL) শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪০ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৪০ রান করে সংগ্রহ করেন আবিস্কা ফার্নান্দো ও কামিন্দু মেন্ডিস। আবিষ্কা ৬২ বলের ইনিংসে ৫টি চার মারেন। কামিন্দু ৪৪ বলের ইনিংসে ৪টি চার মারেন। ৩৫ বলে ৩৯ রান করেন দুনিথ ওয়েলালাগে। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া কুশল মেন্ডিস ৩০, সাদিরা সমরাবিক্রমে ১৪, চরিথ আসালঙ্কা ২৫, জনিথ লিয়ানাগে ১২ ও আকিলা ধনঞ্জয়া ১৫ রানের যোগদান রাখেন। ভারতের হয়ে ১০ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ১০ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট নেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট সংগ্রহ করেন মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।
রান তাড়া করতে নেমে ভারত ওপেনিং জুটিতে ৯৭ রান তুলে রোহিত-গিল জুটি । ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে ভ্যান্ডারসের বলে ক্যাচআউট হয়ে মাঠ ছাড়েন। অপর ওপেনার শুভমান গিল ৪৪ বলে করেন ৩৫ রান। তিনিও ভ্যান্ডারসের শিকার হন।
ভারতীয় ব্যাটিং লাইনের মেরুদন্ডটা একাই ধসিয়ে দেন ভান্ডারসে। শ্রীলঙ্কার স্পিনারের শিকার হয়েছেন ভারতের ছয় ছয়জন ডাকাবুকো ব্যাটসম্যান। কারা সেই তালিকায়, রোহিত শর্মা (৬৪), শুভমান গিল (৩৫), বিরাট কোহলি (১৪), শিবম দুবে (০), শ্রেয়াস আইয়ার (৭), কে এল রাহুল (০)। বাকি তিনটি উইকেট নিয়েছেন চারিথ আসালাঙ্কা। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে এবার হয়ত ভাবার সময় এসেছে।