Jammu-Kashmir Firing: জম্মু-কাশ্মীরে বড় হামলা, সেনা গাড়িতে কয়েক রাউন্ড গুলি

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনাবাহিনীর গাড়িতে গুলি (Jammu-Kashmir Firing) চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি দুর্ঘটনাবশত গুলি চালানো হয়েছে। সেনাবাহিনীর গাড়ি চলাচলের সময় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখনো কোনো সেনা কর্মকর্তার বক্তব্য আসেনি।

এর আগে সূত্র জানায়, দুপুর ১২.৪৫ মিনিটে রৌজারির সুন্দরবনী সেক্টরে সেনাবাহিনীর একটি গাড়িতে ৪ থেকে ৫ রাউন্ড গুলি (Jammu-Kashmir Firing) চালানো হয়। এ ঘটনার পরপরই সন্ত্রাসবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা হতাহতের খবর নেই। এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং সন্ত্রাসীদের খোঁজ করা হচ্ছে।

সকাল থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান চলছিল

জানা গেছে, যে সুন্দরবনিতে এই হামলা (Jammu-Kashmir Firing) হয়েছে সেটি এলওসি সংলগ্ন। সকাল থেকে এখানে তল্লাশি অভিযান চলছিল, সেই সময় সেনার গাড়িতে হামলা হয়। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এই এলাকাটি পাকিস্তান সীমান্ত সংলগ্ন, তাই পুলিশকে আপাতত সেখানে যেতে দেওয়া হয়নি। সেনাবাহিনী নিজেই সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। পুরো এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এও জানা গেছে যে শুধুমাত্র একদিক থেকে গোলাগুলি (Jammu-Kashmir Firing) হয়েছে, হামলাকারীরা গুলি করার পরপরই পালিয়ে যায় এবং আশেপাশের এলাকায় লুকিয়ে থাকে। সেনাবাহিনীর জওয়ানরাও পাল্টা গুলি করার সুযোগ পাননি।

Image

৭ ফেব্রুয়ারি ৭ অনুপ্রবেশকারী নিহত

৭ ফেব্রুয়ারি, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় অনুপ্রবেশের চেষ্টাকারী পাকিস্তানের ৭ অনুপ্রবেশকারীকে নিকেশ করেছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে ২-৩ জন পাকিস্তানি সেনা সৈন্য, কেউ কেউ আলবদর সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে। এই সংগঠনটি পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলির মধ্যে একটি, যারা ভারতীয় ভূখণ্ডে সহিংসতা ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।