সোশ্যাল মিডিয়ায় ইনটেলিজেন্ট পোস্টে বার বার কলকাতা পুলিশ (Kolkata Police) সাধারণ মানুষের মন জিতেছে। এর আগেও অভিনব পন্থা, ট্রেন্ডি বা ভাইরাল কনটেন্টকে নিজেদের প্রচারের কাজে ব্যবহার করে প্রশংসিত হয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রাত পোহালেই নতুন বছর (Kolkata police)। গোটা বিশ্বের পাশাপাশি ভারত মাতবে বর্ষবরণের উৎসবে। এই পরিস্থিতিতে অবিনব পন্থায় সচেতনতা ছাড়াতে কী পোস্ট করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ফেসবুকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, “এই নতুন বছরকে বরণ করার আগে বর্ষ শেষে বিশেষ পারফরমেন্স থাকছে কলকাতার ডিজে ট্রাফিক পুলিশের।’ ফলে বুঝতেই পারছেন এই বছর ৩১ ডিসেম্বরের রাতে কলকাতা পুলিশ ছুটিতে থাকবে। থাকবে কাজ বন্ধ। ভাবছেন কারা কারা আমন্ত্রিত থাকছেন এই পার্টিতে? কারা আবার? ফ্রি এন্ট্রি থাকবে, ‘যাঁরা দ্রুত গতিতে গাড়ি চালাবেন, মদ খেয়ে গাড়ি চালাবেন, ট্রাফিক সিগন্যাল ভাঙবেন, হেলমেট ছাড়া বাইক চালাবেন যাঁরা, এবং অন্যান্য যাঁরা ট্রাফিকের নিয়ম ভাঙবেন।”
কলকাতা পুলিশের ট্রাফক বিভাগ এই মজার পোস্ট করে শহরবাসীর উদ্দেশ্যে সচেতনার বার্তা দিলেন। ৩১ ডিসেম্বর গোটা রাত ধরে কলকাতার বিভিন্ন জায়গায় সারারাত ধরে পার্টি চলবে। সেখানে পোস্টারে লেখা রয়েছে, “এই নতুন বছরে পার্টি স্মার্ট, সাবধানে থাকুন। আর ডিজে লাগলে সেটা আমাদের বানাবেন না।” কলকাতা পুলিশের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নিমেষের মধ্যে দুই হাজার শেয়ার হয়েছে। এই পোস্টের সঙ্গে কলকাতা সেভ ড্রাইভ সেভ লাইভের প্রচার চালাতেও ভোলেনি।
কলকাতা পুলিশের পোস্টে ইতিমধ্যে মজার মজার কমেন্ট পড়েছে। কেউ কেউ লিখেছেন এই তালিকায় অটো এবং বাস চালকদের নাম ঢোকাতে, কারণ তাঁরাই নাকি সবথেকে বেশি আইন ভাঙেন। কেউ কেউ কলকাতা পুলিশের ক্রিয়েটিভিটির প্রশংসাও করেছেন।এক নেটিজেন লেখেন, ‘সেরা পোস্ট। একটু সুন্দর আর্ট ওয়ার্ক হলে ভালো হত।’ এক নেটিজেন লেখেন, ‘কলকাতা পুলিশ গট নো চিল।’