উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) গুলি চালানো হল বিজেপি বিধায়ক সৌরভ সিং-কে লক্ষ্য করে। বিজেপি বিধায়ক সৌরভ সিং সোনু নববর্ষের প্রথম দিনে স্ত্রীর সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের বাড়ির কাছে হাঁটছিলেন। এই সময় দু’জন এসে বিধায়কের ওপর গুলি চালায়। ঘটনাটি বিধায়কের বাড়ির ১০০ মিটারের মধ্যেই ঘটে।
বিধায়ক সৌরভ সিংহের বাড়ি (Lakhimpur Kheri) সদর কোতোয়ালীর শিব কলোনিতে। তিনি তাঁর বাবা প্রাক্তন রাজ্যসভার সাংসদ জুগলকিশোরের সঙ্গে থাকেন। বিধায়ক গভীর রাতে রাতের খাবার খেয়ে স্ত্রীর সঙ্গে বাড়ির বাইরে হাঁটছিলেন। বাড়ি থেকে ১০০ মিটার দূরে দুই যুবক মদ পান করছিল। বিজেপি বিধায়ক বাধা দিলে তারা গালিগালাজ করেন এবং দুটি গুলি করেন। পুরো ঘটনাটি সদর কোতোয়ালি এলাকার শিব কলোনির।
গুলির আওয়াজ শুনে নিরাপত্তা রক্ষীরা আসার আগেই দুই যুবক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে (Lakhimpur Kheri) পৌঁছে তদন্ত শুরু করে। বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনাস্থলে উপস্থিত হন ডেপুটি পুলিশ সুপার। বর্তমানে পুলিশ ওই যুবকের খোঁজে এলাকার সিসিটিভি স্ক্যান করছে।