Juvenile Raped:ছাগল চড়াতে গিয়ে ধর্ষিতা ১২ বছরের নাবালিকা ! গ্রেফতার প্রতিবেশী যুবক

 

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: নৈহাটি থানার অন্তর্গত বড়া কালিতলা এলাকায় এক ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম তাপস কুন্ডু। স্থানীয়রাই অভিযুক্তকে ধরে নৈহাটি থানার পুলিশের হাতে তুলে দেয়।

সোমবার দুপুরে দুই নাবালিকাকে স্থানীয় একটি বাস বাগানে নিয়ে গিয়ে অপকর্ম করে সেই সময় তার ভাইরা দেখতে পেয়ে বাধা দেয়। তারপর বাড়িতে এসে বলতে জানাজানি হতেই প্রতিবেশীরা তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।

 

নির্যাতিতার দিদি জানিয়েছেন, দুপুরবেলা ছাগল চরাতে মাঠে গিয়েছিল দুই ভাই বোন। আর তার পরেই তার ভাই এসে বাড়িতে খবর দেয় তার বোন অসুস্থ হয়ে পড়েছে। ছুটে গিয়ে বোনকে নিয়ে আসলে জানা যায় তার বোনকে ধর্ষণ করেছে স্থানীয় এক ব্যক্তি। এর পরেই জানাজানি হতে পাড়া-প্রতিবেশীরা একযোগে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তকে।

 

পরিবারের দাবি, অভিযুক্তের যাতে ফাঁসি হয়। যাতে কোনও মহিলার দিকে বা কোনও নারীকেই খারাপ চোখে সে তাকাতে না পারে।

Google news