Amal Mukhopadhyay Papassed Away-:শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়ের জীবনাবসান, শোকস্তব্ধ গোটা শিক্ষামহল

পল্লব হাজরা,কলকাতা: আর কয়েকটা দিনের মতোই রবিবার সকালে বাজার করেতে গিয়েছিলেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় (Amal Mukhopadhyay)। বাড়ির ফেরার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সিঁথি (Sinthi) কালীচরণ ঘোষ রোডে(Kalicharan Ghosh road) বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গুরুত্বর চোট পান। মাথা ফেটে যাওয়ায় রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলে সংজ্ঞা হারান তিনি। পরিবারের সহযোগিতায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ভেন্টিলেশনে(Ventilation) রেখে শুরু হয় চিকিৎসা। তবে শেষ রক্ষা হলো না। বিকেল পৌনে পাঁচটায় মৃত্যু হয় প্রবীণ শিক্ষাবিদের। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৮। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার। স্যারের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না ছাত্রছাত্রীরা।

জীবনে দীর্ঘসময় অধ্যাপনা করেছিলেন তিনি। তৎকালীন প্রেসিডেন্সি কলেজে (Presidency collage) অধ্যাপক ছিলেন। পরবর্তী সময়ে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গেছে তাঁকে। বর্তমান সময়ে ঘটে চলা শিক্ষা সংক্রান্ত নানান বিষয় তিনি একাধিক মতামত রেখেছেন। পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানের উপর লিখেছেন অনেক বই। প্রবীণ শিক্ষাবিদের অকাল প্রয়াণে গভীর ভাবে শোকস্তব্ধ শিক্ষাজগৎ।

শোকপ্রকাশ করেছেন একাধিক ব্যক্তিত্ব। রবিবার সন্ধ্যায় এক্স মাধ্যমে(X handle) শোকপ্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।
পরিবার সূত্রে খবর আজ রাতে তাঁর মরদেহ বরানগর(Baranagar) আলমবাজার(Alambazar) পিস হেভেনে( peace haven) শায়িত থাকবে। সোমবার সকালে নিজের বাসভবন হয়ে কাশিপুর রতনবাবুর ঘাটে(Cossipore Ratan Babu ghat) শেষকৃত্য সম্পন্ন হবে।

Google news