‘দুয়ারে সরকার’ এর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ নিয়ে হাজির তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, বোলপুরঃ ২ হাজার ২১ শে রাজ্যের বিধানসভা নির্বাচন।এই নির্বাচন যত এগিয়ে আসছে নতুন নতুন কর্মসূচী নিয়ে নির্বাচনী ময়দানে হাজির হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। বেশ কিছুদিন ধরে চলছিল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এবার বোলপুরের প্রশাসনিক সভায় ‘পাড়ায় পাড়ায় সমাধান’ শীর্ষক আর এক নতুন কর্মসূচী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

ঠিক কি ধরণের সমস্যার সমাধান করা হবে এই প্রকল্পের মাধ্যমে?

রাজ্য সরকাররের পক্ষ থেকে জানানো হয়েছে নিকাশি সমস্যার সমাধান, ছোট রাস্তা নির্মাণ, পাড়ায় পানীয় জলের সমস্যা, এবং এরকম আরও বেশ কিছু ছোটোছোটো সমস্যার সমাধান করা হবে এই প্রকল্পের আওতায়।

তৃণমূল সূত্রের খবর,২ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন তৃণমূল কর্মী-নেতারা৷ এর জন্য প্রতিটি পাড়ায় আলাদা টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানিয়েছে তৃণমূল।

Google news