Lok Sabha Election 2024: ভোটের বাজারে বাড়ছে মদের চাহিদা! কালোবাজারি রুখতে কড়া আবগারি দপ্তর

Alcohol demand increase on election

ভোট (Lok Sabha Election 2024) আসতেই বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে সুরার জোগান। এ যেন ভোটের সঙ্গে সমানুপাতিক হারে বাড়ার অঙ্ক কষছে মদ! সাম্প্রতিক এক তথ্য বলছে, মদের চাহিদা বিপুল হারে বেড়ে গিয়েছে। রাজনৈতিক দলের কর্মীদের সতেজ রাখতে মদ যেন টনিকের মতো ব্যবহার হচ্ছে। শুধু তাই নয় অসমর্থিত সূত্রে খবর, মদের টোপ দিয়ে রাজনৈতিক সম্মেলনে লোক টানছে সব পক্ষ। এই সময়ে বিপুল মদের জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে মদ প্রস্তুতকারী সংস্থা এবং দোকানগুলি, আর এই সুযোগে কালোবাজারি শুরু করেছে কেউ কেউ। সেই কালবাজারি সামলাতে সজাগ হয়েছে আবগারি দপ্তর।

একটি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পূর্ব মেদিনীপুর আবগারি বিভাগ অভিযানে নেমেছিল। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের ময়নার বলাইপণ্ডা থেকে ঘাটাল-পাঁশকুড়ার সংযোগকারী জশারে নজরদারি বেড়েছে। দিঘার আশপাশে বিভিন্ন জলপথে চলছে নাকা চেকিং। গোপন ডেরায় হানা দিয়েও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি মদ। কালোবাজারির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৫৫জন অসাধু ব্যবসায়ী। উদ্ধার হয়েছে প্রায় ২ হাজার ৬৮২ লিটার চোলাই, ৪ হাজার ৮৩৫ লিটার চোলাই তৈরির কাঁচামাল, ১৮২ লিটার ফরেন লিকার।

এখানেই শেষ নয়, বাংলা মদ উদ্ধার হয়েছে ২ হাজার ১১২ লিটার, বিয়ার উদ্ধার হয়েছে প্রায় ৭৭০ লিটার। এত পরিমাণ মদ উদ্ধার হওয়ার ফলে চিন্তা বেড়েছে স্থানীয় প্রশাসনের। ভোটের মুখে এত পরিমাণ মদ উদ্ধার হওয়ার ঘটনায় কাজ বেড়েছে আবগারি দপ্তরের।

 

Google news