22 C
New York
Wednesday, January 15, 2025
Homeদেশের খবররাজনীতির ঝড় তুলতে বঙ্গে এলেন অমিত শাহ

রাজনীতির ঝড় তুলতে বঙ্গে এলেন অমিত শাহ

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাত পোহালেই বঙ্গবাসীর জন্য বড় রাজনৈতিক চমক অপেক্ষা করছে।যার বড় প্রভাব পড়তে চলেছে জাতীয় রাজনীতিতে। সূত্রের খবর, সেই চমকের মূল আকর্ষণ হল শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মোদীর সেনাপতি অমিত শাহের কলকাতায় পা রাখা।

রাত ১ টা নাগাদ বায়ুসেনার বিমানে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে আসেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী কে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়, সব্যসাচী দত্ত সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব।পিঙ্ক পাঞ্জাবি পরে আসা দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে দেখতে ভীড় উপরে পড়ছিল বিমানবন্দর চত্বরে। বিমান বন্দর থেকে বেরিয়ে কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কলকাতা বিমানবন্দর থেকে নিউটাউনের অভিজাত হোটেলে আসেন তিনি। আজ রাতে নিউটাউনের অভিজাত হোটেলে রাত্রিবাস করবেন তিনি। কলকাতায় এসেই তিনি তাঁর টুইটারে লেখেন,কলকাতায় পৌঁছালাম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত মহামানবের এই পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই ।

বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় তাঁর ফেসবুক পেজে লেখেন,

ভারতবর্ষের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ জি কে পশ্চিমবঙ্গে স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা অত্যন্ত আগ্রহের সহিত অমিত জির কার্যক্রমের জন্য অপেক্ষারত। অমিত জি, সুস্বাগতম। ভারত মাতার জয়।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর ফেসবুক পেজে লেখেন,

সুস্বাগতম !রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজির পুণ্যভূমিতে পুনরায় স্বাগত আপনাকে।একদা সুজলাং, সুফলং বাংলা আবার ফিরে পাব আমরা, আসবে নতুন ভোর…সেই প্রত্যয় রাখি

আগামীকাল সকালে মেদিনীপুরে সভার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

অমিত শাহের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০ টা ১৫ মিনিটে তিনি কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্ম ভিটাতে পৌঁছে বীর সন্ন্যাসীর মূর্তিতে মাল্যদান করবেন। তারপর ১০:৪৫ নাগাদ তার মেদিনীপুরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। মেদিনীপুর শহরের উপকণ্ঠে আবাস খাসজঙ্গল অবস্থিত স্থায়ী হেলিপ্যাডে দুপুর বারোটা নাগাদ অবতরণ করবে হেলিকপ্টার। সেখান থেকে তিনি সরাসরি যাবেন মেদিনীপুর শহরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তারপরেই একেবারে মন্দির সংলগ্ন স্থানে অবস্থিত বিপ্লবী ক্ষুদিরাম বসুর মাসি বাড়ি (জন্মভিটে )ও প্রসিদ্ধ অবস্থিত মেদিনীপুরের অগ্নিশিশু শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেই রওনা দেবেন চুয়াড় বিদ্রোহের নেত্রী রানী শিরোমণি স্মৃতিধন্য কর্ণগড় এর উদ্দেশ্যে। মহামায়া মন্দিরে পুজো দেবেন দুপুর ১২ টা ৪৫ নাগাদ তারপরও কর্ণগড় সংলগ্ন বালিজুরি গ্রামের এক কৃষক পরিবারে ঝুনু সিংহ তার পুত্র সনাতন সিংহ মধ্যাহ্নভোজন সারবেন। দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে রওনা দেবেন মেদিনীপুরের ঐতিহাসিক কলেজ কলেজিয়েট ময়দানের উদ্দেশ্যে। সূত্রের খবর অনুযায়ী আর কয়েক ঘন্টা পরে কলকাতা থেকে গাড়িতে করে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী । অনেকে অবশ্য বলছেন অমিত শাহের গাড়ি করেই মেদিনীপুরে পৌঁছবেন শুভেন্দু, তবে নিজের গাড়িতে করে মেদিনীপুরে পৌঁছানোর সম্ভাবনাই বেশি।
সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকের শাহী সভায় বিজেপিতে যোগদান করতে চলেছেন একাধিক সাংসদ বিধায়ক কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি প্রধান ও সদস্যরা। সর্বোপরি বিভিন্ন জেলার একাধিক শীর্ষ নেতৃত্ব সহ প্রায় ১০০জন নেতা নেত্রী ও কুড়ি হাজার তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের  বিধায়ক শীলভদ্র দত্ত, বনশ্রী মাইতি (কাঁথি উত্তর), দিপালী বিশ্বাস (মালদা গাজল), বিষ্ণুপুরের প্রাক্তন পৌর প্রশাসক শ্যামাপ্রসাদ মুখার্জী, মেদিনীপুরের প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু, পশ্চিম মেদিনীপুর জেলার পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি, রমাপ্রসাদ গিরি, অধ্যক্ষ তপন দত্ত, জেলা সাধারণ সম্পাদক স্নেহাশীষ ভৌমিক সহ একাধিক নেতা-নেত্রী এবং সিপিআইএমের বিধায়ক তাপসী মন্ডল (হলদিয়া ) প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছেন এছাড়াও আরও অনেকেই থাকছেন বলে সুত্রের খবর।

- Ad -

Latest articles

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...

South Korea: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার, সামরিক আইন প্রয়োগের অভিযোগে পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে বুধবার (South Korea) আইন প্রয়োগকারী আধিকারিকরা অভিশংসনের পরে...

TMC Worker Murder: মালদহে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মী খুন, হাড়হিম ভিডিয়ো প্রকাশ্যে

মালদহে তৃণমূল কর্মী (TMC Worker Murder) হাসা শেখের নৃশংস খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।...

Mahakumbh: মহাকুম্ভে শীতের দাপট! স্নান করতে গিয়ে নেতা-সাধকসহ তিনজনের মৃত্যু, অসুস্থ তিন হাজারের বেশি

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সোমবার ছিল মহাকুম্ভের (Mahakumbh) শাহি স্নান। কোটি কোটি মানুষ এতে অংশ নিয়েছেন।...

More like this

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...

South Korea: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার, সামরিক আইন প্রয়োগের অভিযোগে পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে বুধবার (South Korea) আইন প্রয়োগকারী আধিকারিকরা অভিশংসনের পরে...

TMC Worker Murder: মালদহে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মী খুন, হাড়হিম ভিডিয়ো প্রকাশ্যে

মালদহে তৃণমূল কর্মী (TMC Worker Murder) হাসা শেখের নৃশংস খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।...